ডাকে পাখি, খোলো আঁখি। দেখো সোনালী আকাশ, বহে ভোরেরো বাতাস। মেসি ও তার আর্জেন্টিনা দলকে বহনকারী বাসটি বিমানবন্দর থেকে হোটেল রূপসী বাংলায় এসে পৌঁছালে বাফুফে কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট সবাই মেসিদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন। এ সময় ভীড়ের মধ্যে কতিপয় পুলিশ অফিসার পেশাদারিত্ব ভুলে মোবাইল ক্যামেরা দিয়ে মেসিদের ছবি তোলায় এবং মেসিদের সাথে একই ফ্রেমে ছবি তুলতে অতি উৎসাহী হয়ে ওঠে। অপরদিকে কতিপয় বাফুফে কর্মকর্তাদের সবাই এক যোগে মেসিদের সঙ্গে একই ফ্রেমে ছবি তোলার ব্যাপারে অতি আগ্রহী বলে পরিলক্ষিত হয়। সেই সাথে অভ্যর্থনার দায়িত্বে নিয়োজিত হোটেলের কর্মীরাও সব ভুলে ফটো তোলায় ব্যস্ত ছিলো। প্রথম পর্বের লিঙ্ক: ফটোব্লগ (প্রথম পর্ব): বাংলাদেশের ফুটবল উৎসব, ঢাকায় মেসি ও আর্জেন্টিনা, সেই সাথে দিনব্যাপী আর্জেন্টিনা ভক্তদের উল্লাস ও উষ্ণ অভ্যর্থনা। হোটেলে মেসিদের পদার্পণের সাথে সাথে উষ্ণ অভ্যর্থনার সহিত তাদের বরণ করে নেয়া হলো: (দেখেন অবস্থা, পুলিশদেরকে রাখা হইছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর সেই পুলিশ সদস্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তোলায় ব্যস্ত ) (দেখেন অবস্থা, পুলিশদেরকে রাখা হইছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর সেই পুলিশ সদস্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তোলায় ব্যস্ত ) (এক ক্ষুদে ভক্তের সঙ্গে করমর্দন করছেন মেসি) (মেসিকে নিয়ে বাফুফে কর্মকর্তাদের লোফালুফি ) (বাফুফে কর্মকর্তাদের মনোভাব দেখেন, কার আগে কে মেসির সাথে একবার হ্যান্ডশেক করতে পারে !! ) (বাফুফে কর্মকর্তাদের মনোভাব দেখেন, কার আগে কে মেসির সাথে একবার হ্যান্ডশেক করতে পারে !! ) (বাফুফে কর্মকর্তাদের মনোভাব দেখেন, কার আগে কে মেসির সাথে একবার হ্যান্ডশেক করতে পারে !!) (হোটেলে অভ্যর্থনার দায়িত্বে নিয়োজিতরা নিজেদের কাজ ভুলে মেসির ফটো তোলায় ব্যস্ত ) (হোটেলে অভ্যর্থনার দায়িত্বে নিয়োজিতরা নিজেদের কাজ ভুলে মেসির ফটো তোলায় ব্যস্ত ) (উষ্ণ অভ্যর্থনায় বরণকৃত হোটেলে হাস্যজ্জ্বল আর্জেন্টিনা দল) (উষ্ণ অভ্যর্থনায় বরণকৃত হোটেলে হাস্যজ্জ্বল আর্জেন্টিনা দল) (উষ্ণ অভ্যর্থনায় বরণকৃত হোটেলে হাস্যজ্জ্বল আর্জেন্টিনা দল) (উষ্ণ অভ্যর্থনায় বরণকৃত হোটেলে হাস্যজ্জ্বল আর্জেন্টিনা দল) (উষ্ণ অভ্যর্থনায় বরণকৃত হোটেলে হাস্যজ্জ্বল আর্জেন্টিনা দল) (উষ্ণ অভ্যর্থনায় বরণকৃত হোটেলে হাস্যজ্জ্বল আর্জেন্টিনা দল) সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ আলেকসান্দ্রো সাবেলা: (বাফুফে কর্মকর্তাদের সাথে আর্জেন্টিনার কোচ আলেকসান্দ্রো সাবেলা) আসছে তৃতীয় পর্ব: ঢাকার রাস্তায় নাইজেরিয়ান অধিবাসী ও লীগের নাইজেরিয়ান খেলোয়াড়দের উৎসব এবং নাইজেরিয়ান দলের আগমন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।