"Not For Sale" - এ কথাটি এখন উপকথা মাত্র। বরং সবকিছুই যেন এখন "For Sale" অথাৎ বিক্রির জন্য। আমি দেখেছি কিভাবে মানুষ নিজের অবেগকেও প্রস্তুত করে বিক্রির জন্য। শিক্ষা এখন 'অবশ্যই বিক্রির জন্য', সংস্কৃতি এখন বিক্রির জন্য, প্রেম এখন বিক্রির জন্য, দেশপ্রেম- সেটাও বিক্রির জন্য, কোন বন্ধুত্বপূর্ণ গড়ার আগে ভেবে নেয় তাদের বন্ধুত্ব কতটুকু বিক্রির জন্য? কেউ বিয়ের আগে ভেবে নেয় বিবাহপরবর্তী সম্পর্কটি কতখানি ব্যবসায়িকভাবে লাভবান হতে পারে? সেই আদর্শই এখন সবচেয়ে জনপ্রিয় যেটি বিক্রি হয় দ্রুত এবং লাভজকনভাবে। আত্না, আধ্যাত্নিকতা সবই এখন বিক্রির জন্যেই। আর ধর্ম- সেটা তো বিক্রি হচ্ছে বহুকাল আগ থেকেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।