ডাকে পাখি, খোলো আঁখি। দেখো সোনালী আকাশ, বহে ভোরেরো বাতাস। স্মরণাতীতকালের মধ্যে বাংলাদেশে এটিই সম্ভবত সবথেকে বড় তারকাখচিত আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হতে যাচ্ছে, যা নিয়ে স্বভাবতই আমাদের দেশের ফুটবলভক্তদের মধ্যে তৈরী হয়েছে অমিত আলোড়ন। বিশ্বকাপ ফুটবলের সময় প্রিয় আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন আর ভালোবাসা প্রকাশে বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা টানানো আমাদের আর্জেন্টিনা ভক্তরাও হয়তো কখনো ভাবে নি যে প্রিয় তারকা মেসি সমেত আর্জেন্টিনা জাতীয় দল কখনো এভাবে তাদের বাড়ির আঙিনায় ধরা দিবে, এ যেন দূর আকাশের চির-অধরা নক্ষত্রপুঞ্জের মর্ত্যে নেমে আসা। তাই বাংলাদেশে এ যাবতকালের সবথেকে বড় ফুটবল উৎসবকে ঘিরে নানান রঙের আলোয় রাঙানো কিছু ছবি নিয়ে কয়েক পর্বে সাজিয়েছি আজকের এই ফটোব্লগ। প্রথম পর্বে থাকছে রাস্তায় রাস্তায় আর্জেন্টিনা ভক্তদের উল্লাস ও মেসিদের ঢাকায় পদার্পণ। বিমানবন্দর ও হোটেলের রাস্তার সামনে আর্জেন্টিনা ও মেসিভক্তদের উল্লাস ও প্রিয় দলকে অভ্যর্থনা: বিমানবন্দর লাউঞ্জে নেমে এলেন ফুটবল রাজপুত্র মেসি ও তার আর্জেন্টিনা দল: (বিমানবন্দরে মেসিদেরকে স্বাগত জানাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান ও সাবেক খেলোয়াড়েরা) (বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মীরা মেসির ফটো তোলায় ব্যস্ত ) (বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনায় হাস্যজ্জ্বল আর্জেন্টিনা দল) (বিমানবন্দরে মাল্যভূষিত হাস্যজ্জ্বল আর্জেন্টিনা দল ) প্রতীক্ষার হলো অবসান, অবশেষে ভক্তদের মাঝে আসলো মেসিদের বাস: (অবশেষে জানালা দিয়ে ভক্তদের দেখা দিলেন ফুটবল-রাজপুত্র) (অবশেষে জানালা দিয়ে ভক্তদের মাঝে দেখা দিলেন ফুটবল-রাজপুত্র) আসছে দ্বিতীয় পর্ব: হোটেলে মেসিদেরকে উষ্ণ অভ্যর্থনার সাথে বরণ, সেই সাথে কতিপয় পুলিশ সদস্য ও বাফুফে কর্মকর্তাদের অতি উৎসাহ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।