আমাদের কথা খুঁজে নিন

   

প্রচন্ড আতংকে আছি । মনমোহন সিং কি সব নিয়ে যাবেন ?

আমি সত্যের এবং সুন্দরের পুজারী। কজন মানুষের সাথে হাসিমুখে মিষ্টি ভাষায় যারা কথা বলে তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা । আর যারা নিজেদের অনেক বড় ভাবে, তাদের প্রতি আমার রয়েছে করুণা । সরকার দলীয় ব্লগারদের কাছে জিজ্ঞাসা । ভারত ৬ তারিখ কি কি নিয়ে যাবে সম্মতি হিসেবে ? ১) ট্রানজিট ? ২) সীমান্ত ব্যবসা ? ৩) টিপাইমুখ বাঁধ বিষয়ক সম্মতি ? ৪)সেই হাস্যকর ১০০ কোটি ডলার দিবে যা কবে দিবে তার কোন তারিখের উল্লেখ থাকবেনা ? ৫) উলফা নেতা কে ? এত ওরা ক্ষিপ্ত হয়ে বাংলাদেশ এ আঘাত করবে না তো ? ৬)বাংলাদেশের নৌ বন্দর ? সমুদ্র বন্দর ? ৭) বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্রের অবাধ প্রবেশ ? বাংলাদেশ কি পাবে ??? ** একটি প্রশ্ন ঃ সিলেট সীমান্তের যে ২৬১ একর জমি ভারতকে আমরা উপহার দিলাম, তার কিছু অংশ রক্ষা করার জন্য ই কি ততকালীন বিডি আর বি এস এফ ২০০১ সালে যুদ্ধ হইছিল ?** আগেই জানিয়ে রাখি, আমি কোন দলের হয়ে কোন দলের বিরুদ্ধে কিছু লিখতে চাই না।

সরকার দলীয় ব্লগারদের কাছে আমার প্রশ্ন , কারণ তারাই ভাল বলতে পারবেন বলে ধারণা। বিরোধী দলের ব্লগারদের প্রতি ও কিছু প্রশ্ন আছে, তারা ও উত্তর দিবেন আশা করি। এটা কাউকে ছোট করার জন্য না। খালি কিছু আশংকা ঢুকে গেছে মনে, সেই বিষয়ে জানতে চাই। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।