সময় খুব কম, যত পারেন ভালো কাজ করুন
কেমন হবে যখন দেখা যাবে যে চাঁদে বিশ্বের সব বিখ্যাত Pizza রেস্টুরেন্টগুলো প্রতিযোগিতামূলক বাজারে তাদের Pizza বিক্রি করছে? স্পষ্টত এ ধরনের বড় অথচ আজগবি অঙ্গীকার করেছে বিশ্বখ্যাত Pizza কোম্পানি জাপানের Domino's Pizza এবং Pizza Hut।
হ্যাঁ, সত্যি ! এমনটি অদূর ভবিষ্যতে দেখা যেতে পারে।
এ ধরনের চিন্তা-ভাবনার শুরু সেই ২০০১ সাল থেকেই যখন Pizza Hut কয়েকজনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠেয়েছিল Pizza ডেলিভারির জন্যে। যা ছিল স্পেসে অফিসিয়ালি প্রথম Pizza ডেলিভারি।
সম্প্রতি Domino's স্থাপত্য প্রতিষ্ঠান Maeda Corp কে চুক্তিবদ্ধ করেছে Moon-based Domino's restaurant-এর পরিকল্পনা করার জন্যে।
The Lunar-এর খাবারের রেস্টুরেন্টটি সম্পূর্ণ করতে প্রায় 22 বিলিয়ন ডলার খরচ হবে এবং Pizza ডেলিভারির জন্যে রকেট ট্রিপ লাগবে ১৫টি ।
স্পেসের রেস্টুরেন্টে কর্মচারি থাকবে এবং তাদেরর জন্যে Restaurant Complex-এ Recreation Center-ও থাকবে। Lunar-এর বাগানে তারা সময় কাটাবে। মহাশূন্যচারী বা জ্যোতির্বিদরা (ক্রেতা) এসে তাদের পছন্দ মত Pizza কিনে খেতে পারবে। এমনকি অর্ডারকৃত Pizza-spacesuit-clad delivery boys দের মাধ্যমে তারা ডেলিভারিও নিতে পারবে।
এমন সব আজগবি পরিকল্পনার কথা সরাসরি বলেছেন বিশ্বখ্যাত Pizza কোম্পানি Domino's Pizza-র মুখপাত্র Tomohide Matsunaga, "In the future, we anticipate there will be many people living on the Moon, astronauts who are working there and, in the future, citizens of the moon."
তো যাই হোক, হয়তো logistical কিছু সমস্যার কারনে তাদের কাজ শুরু করতে দেরি হচ্ছে কিন্তু আশ্চর্যজনকভাবে Domino's Pizza সর্বপ্রথম চাঁদে Restaurant নির্মানের তারিখ ঘোষণা করেনি।
তথ্যসূত্র: tecca.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।