আমাদের কথা খুঁজে নিন

   

ড. ইউনূস ইস্যুতে মার্কিন ৬ সিনেটরের চিঠি : যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে এটা মারাত্মক প্রভাব ফলবে!!! ইউনূস ইস্যুতে মার্কিন ৬ সিনেটরের চিঠি : যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে এটা মারাত্মক প্রভাব ফেল

BANGA BIR KADER যুক্তরাষ্ট্র কংগ্রেসের সহকারী সিনেট মেজরিটি লিডার ডিক ডারবিন, সিনেটর রিচার্ড জে ডারবিন, সিনেটর শ্যারড ব্রাউন, সিনেটর মাইকেল এফ ব্যানেট, সিনেটর মাইকেল বি এনজি, সিনেটর জন বুজম্যান এবং কংগ্রেসম্যান রাশ হল্ট গ্রামীণ ব্যাংক থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অপসারণের সরকারি সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে মারাত্মক প্রভাব ফেলার আশঙ্কা ব্যক্ত করেছেন। গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে ড. মোহাম্মদ ইউনূসকে অপসারণের প্রেক্ষিতে প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেয়া এক চিঠিতে এই উদ্বেগের কথা প্রকাশ করেন তারা। গত ১৪ মার্চ চিঠিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠানো হয়েছে বলে সিনেটর ডিক ডারবিনের মুখপাত্র ম্যাক্স গ্রিচম্যান সংবাদ সংস্থা নিউজ ওয়ার্ল্ডকে জানিয়েছেন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের সিনেট সদস্যরা তাদের চিঠিতে বলেন, বিগত কয়েক মাস থেকে গ্রামীণ ব্যাংকে সরকারের প্রভাব খাটানোর লক্ষ্যে গ্রামীণের চালিকাশক্তি প্রফেসর ইউনূসকে অপসারণ ও অকার্যকর প্রমাণের সরকারি প্রয়াস দারুণভাবে বিচলিত করেছে আমাদের। এই উদ্যোগ অপ্রতাশিত।

বিষয়টি আন্তর্জাতিক মহলে নানা সন্দেহের উদ্রেক করেছে। এর ফলে গ্রামীণের দীর্ঘদিনের কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা ঝুঁকির সম্মুখীন হয়েছে। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, প্রফেসর ইউনূসের সঙ্গে একটি গ্রহণযোগ্য সমঝোতাই দুঃখজনক এই পরিস্থিতি নিরসনে সহায়ক হতে পারে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে চিঠিতে বলা হয়, গ্রামীণের ওপর বাংলাদেশের লাখ লাখ মানুষের ভাগ্য নির্ভরশীল। তাই জাতির কল্যাণ এবং মাইক্রোক্রেডিট আন্দোলনের স্বার্থে ড. ইউনূসের প্রতি সম্মানজনক আচরণ করা উচিত।

বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ ও অনুসরণ করব। গ্রামীণের গ্রহণযোগ্যতার ওপর যে কোন ধরনের আঘাত বাংলাদেশের সুশীল সমাজ ও মাইক্রোফিনান্স সেক্টরের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এমন আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।