আমাদের কথা খুঁজে নিন

   

আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে কে কত পাচ্ছে আর কে কত ট্যাক্স দিচ্ছে, বাফুফে জানতে চাই

বাংলাদেশের ফুটবল প্রেমীরা এখন অধীর আগ্রহে আর্জেন্টিনা-নাইজেরিয়া দেখার অপেক্ষায় রয়েছে এটা বলাই বাহল্য। আর্জেন্টিনার বর্তমান ক্রেজ মেসিকে এবং তার দলের খেলা সরাসরি দেখার জন্য বংগবন্ধু স্টেডিয়ামে দর্শক হুমড়ি খেয়ে পড়বে বলাই বাহল্য। সাথে সুপার ঈগল নামে খ্যাত নাইজেরিয়ারও অনেক ফ্যান এদেশে আছে। আবার আর্জেন্টিনার নেগেটিভ ফ্যান মানে ব্রাজিয়াল সাপোর্টারও তো ধার দিয়ে আছে সরাসরি আর্জেন্টিনাকে হারানোর জন্য। চমৎকার পরিবেশে, সুন্দর আয়োজনের মধ্য দিয়ে দেশের মুখ উজ্জল করে দিয়ে বাফুফের এই আয়োজন সফল হোক আপামর জনগনের সাথে আমারও একই কামনা।

প্রসংগত আরেকটি ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষন করছি। সেটা হল, আয়োজনের সমস্ত হিসাব নিকাশ যেন স্বচ্ছ থাকে। যেমনঃ * অংশগ্রহনকারী আর্জেন্টিনা-নাইজেরিয়া কত করে পাবে এবং সঠিক ভাবে ট্যাক্স আদায় হচ্ছে কিনা? * স্পন্সর কারা, তারা কোন খাতে কতো টাকা দিচ্ছে সেটার পূর্নাংগ হিসাব রাখা। * মাঠ ও স্টেডিয়াম উন্নয়নের নামে বাফুফে কত এবং কোন খাতে ব্যয় করছে এবং এই খাতে সরকার কত প্রদান করছে তার সঠিক অডিট রিপোর্ট প্রকাশ করা। * টিকেট বিক্রির সমস্ত অর্থের সঠিক হিসাব রাখা।

টিকেটের গায়ের স্পন্সর কারা কত দিচ্ছে, যে ব্যাংক টিকিট বিক্রি করছে তারা বাফুফে কে কত দিচ্ছে তার পূর্নাংগ রিপোর্ট প্রকাশ করা। * কোন কোন গেট কারা এবং কোন গ্যালারি কারা স্পন্সর করছে এবং তার কত টাকা দিচ্ছে সেটা স্বচ্ছ রাখা * টিভি স্বত্ব থেকে কত আয় হচ্ছে সেটা ঠিক মত হিসাব প্রকাশ করা। এভাবে আয়-ব্যয়ের সমস্ত খাত সঠিক ভাবে প্রদান করা সরকার এবং বাফুফের নৈতিক দায়িত্ব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।