আমাদের কথা খুঁজে নিন

   

লাল-লাল লজ্জায় !

হিমালয় দেখেছেন ? পৌরষদীপ্ত প্রচন্ড , বরফ-কঠিন , শীতল দুর্গম দুর্জয় তার হৃদয় । অথচ সুর্যাস্তের কালে কোন এক মেঘকন্যার কোমল হাতের ছোঁয়ায় , হিমালয় রঙিন লাল-লাল লজ্জায় ! সমুদ্র দেখেছেন ? স্থির শান্ত সন্ন্যাসী সন্ন্যাসী সুর্যাস্তের কালে হঠাৎই উগ্র কার কামনায় ? লাল-লাল লজ্জায় ! সেভাবেই জনাব , আপনার গল্প অথবা আমার কাহিনী আমি এক যুবক অথবা আপনার মত প্রৌঢ় লোক , গাম্ভীর্যে সজ্জিত হয়ে । এক মানবীর চপলতা হালকা হালকা রসিকতা হাসি ! সুর্যাস্তের কালে তার গোলাপী আংগুলের ছোঁয়ায় আমি রঙিন , লাল-লাল লজ্জায় !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।