বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুজাহিদের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। এছাড়া দুটি অভিযোগে খালাস পেয়েছেন তিনি।
রাজ্জাক বলেন, “আমি আদালতের প্রতি সম্মান রেখে বলছি- এটা ভুল রায়। আদালত তথ্যপ্রমাণ মূল্যায়নে ব্যর্থ হয়েছে। আমরা এর বিরুদ্ধে আপিল করবো।
আসামি পক্ষের আইনজীবী সাইফুর রহমান দাবি করেন, যে অভিযোগে ওনাকে খালাস দেয়া হয়েছে, বাকি চার্জ গুলোতেও তথ্য প্রমাণ একই রকম ছিলো। আদালতের উচিত ছিলো সেগুলোতেও খালাস দেয়া। আমরা মনে করি এ রায় যথার্থ নয়। আমরা এর বিরুদ্ধে আপিল করবো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।