জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশের জন্য ২৪ জুলাই তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ছয়টি অভিযোগ আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের আইনজীবী নূরজাহান মুক্তা অভিযোগ দাখিল করেন। তিনি বলেন, ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে অভিযোগ ও সংশ্লিষ্ট নথি জমা দেওয়া হয়েছে। পরে ট্রাইব্যুনাল আদেশের জন্য তারিখ ধার্য করেন।
গত বছরের ২২ আগস্ট মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ টি এম আজহারুল ইসলামকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে। পরদিন তাঁর জামিনের আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।