আমাদের কথা খুঁজে নিন

   

এ টি এম আজহারের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশের জন্য ২৪ জুলাই তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ছয়টি অভিযোগ আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের আইনজীবী নূরজাহান মুক্তা অভিযোগ দাখিল করেন। তিনি বলেন, ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে অভিযোগ ও সংশ্লিষ্ট নথি জমা দেওয়া হয়েছে। পরে ট্রাইব্যুনাল আদেশের জন্য তারিখ ধার্য করেন।
গত বছরের ২২ আগস্ট মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ টি এম আজহারুল ইসলামকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে। পরদিন তাঁর জামিনের আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।