আমাদের কথা খুঁজে নিন

   

‘এমআই-৬’ এজেন্ট এর কাহিনী এবং জন্মদিনে বেকার ত্বিষা!

একটা অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে টানা কয়েকমাস কাজ করেছি আমরা পাঁচজন। আমি, রোকন-উজ-জামান, মাসুদ কার্জন, স্বায়ন্তনী ত্বিষা আর সাদিয়া অরিন। এর মধ্যে ত্বিষা আর সাদিয়া ইনডিপেনডেন্ট টেলিভিশনের ট্রেইনী ব্রডকাস্ট রিপোর্টার। ভারতের পুনায় মহাকাশবিদ্যা লেখাপড়া করার পর দেশে ফিরে ত্বিষার সাংবাদিকতা শুরু । ভেবেছিলাম অনুসন্ধানী প্রতিবেদনটি প্রচার হলে ত্বিষার জন্মদিনে প্রতিবেদনের ডিভিডি উপহার দিবো!! এমআই-৬ এর এক স্পেশাল এজেন্টকে নিয়ে ছিলো প্রতিবেদনটি। কিন্তু, প্রতিবেদনটি প্রচারের সাহস দেখায়নি কর্তৃপক্ষ। আর পহেলা সেপ্টেম্বর থেকে চাকরিতে নেই ত্বিষা। ইস্তফা দিয়েছেন তিনি। ২রা সেপ্টেম্বর ত্বিষার জন্মদিন। শুভ জন্মদিন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।