একটা সময় ছিল যখন শহীদ কাপুরকে অনুসরণ করতেন কারিনা কাপুর। নিরামিশাষি শহীদকে দেখে কারিনা কাপুরও নিরামিশাষি বনে গিয়েছিলেন। তখন দুজন দুজনার প্রেমে ছিলেন পাগলপারা। নদীর পানি বহুদূর গড়িয়েছে। কারিনা তাঁর প্রেমিক পাল্টেছেন।
বদলেছেন শহীর কাপুরও। এতদিন পর শহীদ এখন কারিনার দেখানো পথ ধরেই হাঁটছেন।
‘মওসুম’ ছবির জন্য সাত কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন শহীদ। সমপ্রতি সেই অর্থ ছবির প্রযোজক শীতল তালওয়ারকে ফেরত দিয়েছেন। বিনিময়ে ছবির লভ্যাংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
প্রস্তাব শুনে প্রথমটায় প্রযোজক মহোদয় খানিকটা দোনামনায় ছিলেন। পরে রাজি হয়ে গেলেন। কারণ শত হোক ছবিটায় বাপ-বেটার অবদান অনেক।
‘মওসুম’ ছবিতে শহীদ প্রধান চরিত্রে অভিনয় করেছেন। আর তাঁর বাবা পঙ্কজ কাপুর করেছেন পরিচালনা।
এই ছবির মধ্য দিয়ে পঙ্কজ কাপুর বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
এদিকে কিছুদিন আগে কারিনা কাপুর ‘হিরোইন’ ছবিতে কম পারিশ্রমিক নিতে রাজি হয়েছেন ঠিকই। বিনিময়ে ছবির একটা লভ্যাংশ দাবি করেছেন তিনি। মুম্বাই মিরর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।