কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি। অসহায় পথশিশুদের উষ্ণমুখের এক চিলতে হাসি ছিনতাই করতে কয়েকজন উদ্যোমী তরুন এই মহৎ উদ্যোগ যাদের যাত্রা শুরু হয় “স্বপ্নময় বাংলাদেশ” নামক ফেইসবুক গ্রুপ হতে । মুরাদপুর,বহদ্দারহাট,চকবাজার,জিইসি,মেডিকেল,কোতোয়লি,কাজীরদেওরি,মার্কেট, আগ্রাবাদ,রেলষ্টশন,বাসস্ট্যান্ড,পথশিশুদের আশ্রয়কেন্দ্র সহ চট্টগ্রামের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে প্রায় ৪০০ এর বেশী পথশিশুদের ঈদের পোশাক প্রদান করে তারা । ঘুম থেকে ডেকে যখন একটি শিশুকে দেয়া হচ্ছে নতুন কাপড় তাদের সেই নিশ্চুপ আনন্দ আর চিলতে হাসির কিছু ছবি এখানে দেয়া হল। একটি আশ্রয়কেন্দ্রর পথশিশুর অনাবিল আনন্দের মুহুর্ত মা-ছেলের মুখে এমন হাসি আর কি পাওয়া যাবে ?? চোখে ঘুম থাকলেও হাতে ঈদের পোশাক এই পথ শিশুটির অনাবিল আনন্দ কিশোরীর মুখে উষ্ণ হাসি রাস্তায় শিশুটি এমনই অর্ধজামায় ছিল তাকে পরিয়ে দেয়া হয় নতুন পোশাক লাজুক আনন্দে এরা ষ্টেশনে একদল শিশুর সাথে দুজন উদ্যোগতা । ছেলে কাপড় পেয়ে খুশি এক জননী এত অবাক হওয়ার কি আছে !! সবচেয়ে মজার ছবি । তারা খুজতে গিয়েছিল শুধু এদের বস্ত্রহীন শিশুটি এভাবেই ঘুমিয়ে ছিল । ঘুম থেকে ডেকে ঈদের পোশাকে নির্মল খুশিতে শিশুটি । সারারাত ধরে “স্বপ্নময় বাংলাদেশের” এই মানুষ গুলোয় পথশিশুদের ঈদ আনন্দ দিতে ব্যস্ত ছিল বিস্তারিত আর্টিকেল সূত্রঃ সুখবর২৪.কম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।