আমাদের কথা খুঁজে নিন

   

কাইল আবুইল্লাগ দেশে ঈদ, সবাইরে ঈদ মুবারক

কাইল এই হতভাগ্য কম খাওয়া ভুখা নাঙ্গা আবুইল্লাগ দেশে ঈদ উদযাপন হবে। সারা মাস তারা কম খাইয়া রোযা রাখছে। কবিরাজ কইছে তাদের দেশের রাস্তা ঘাট ভাল। কোথাও খানা খন্দ নাই। সবাই নিরাপদে বাড়ি গিয়া ঈদ করতে পারবে।

কোনও চিন্তা নাই, যেই কথা সেই কাম , দলে দলে আবুইল্লার পাল রওয়ানা দিছে গ্রামের দিকে। রাস্তায় গিয়া দেখে ওরে সর্বনাশ ! পরনে নাই কাপড়, পেটে নাই ভাত , মাথায় নাই মাল । এই আবুল গুলারে বোকা বানাইছে দেশের রাজনীতিবিদ আবুল- মালেরা। তার পরেও খুশীর কমতি নাই। যা ট্রেনের ছাদে, বাসের বাম্পারে, লঞ্চের মাস্তুলে ছইরা, বাড়ি যা।

ঈদ কর সবার সাথে। ঈদ মুবারক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।