এবারে সবচেয়ে আলোচিত ঈদ করতে যাচ্ছেন দুই আবুল। একজন আমাদের জনদরদী নেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ এবং যোগাযোগ মন্ত্রি আবুল হোসেন এবং অন্যজন আবুল মাকসুদ।
দ্বিতীয়জন ষোষনা দিয়েছেন প্রথমজন যদি পদত্যাগ না করে তাহলে শহীদ মিনারে ঈদ করবেন। শুধু তাই না, যারা যারা ঈদের বাড়ী যেতে পারবেন না, তাদেরও শহীদ মিনারে ঈদ উদযাপনের আমন্ত্রণ জানিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে প্রথমজন যে সত্যিই আবুল তা প্রমাণ করেছেন তার সম্প্রতি নানা মন্তব্যে।
কিন্তু সব চেয়ে মজার মন্তব্য হচ্ছে প্রথম আবুল নাকি তার পদত্যাগের দাবীতে শহীদ মিনারে ঈদ উদযাপন করতে যাবেন। কিন্তু আবুলটা নিজে কিন্তু তারপরও পদত্যাগ করবেনা!!!
এবার আসি প্রথম আবুলের গল্পে। গতকাল রাতে তার টকশো দেখছিলাম। তাকে মনে হলো আন্না হাজারা থেকে ভাল ভাবেই অনুপ্রনিত। যাই হোক তাও খারাপ না।
বাংলাদেশে যদি কেউ আন্না হাজারা থেকে অনুপ্রনিত হয়ে দেশ প্রেমিক হয় তাহলে তো খুবই ভাল। সমস্যা অবস্য অন্য জায়গায়। তার কথা বার্তায় পিঠ বাচানোর প্রবণতা খুব বেশী। যেটা আন্নার ক্ষেত্রে একেবারে দেখা যায়নি। তাই মনে হচ্ছে এটা স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন।
কোণ মহান আদর্শকে সামনে রেখে এই আন্দোলন নয়। এরপরও আমি যেহেতু নিশ্চিত নই, তাই এ আন্দোলনকে মহান বলতে আমার আপত্তি নেই। এমনকি আমি নিজেও ভাবছি শহীদ মিনারে গিয়ে আন্দোলনে শরিক হবো। অন্য সবাইকেই আমার পক্ষ থেকে আমন্ত্রণও দিচ্ছি।
যাই হোক শেষ পর্যন্ত আমি গভীর আগ্রহে দুই আবুলের ঈদ প্রোগ্রাম দেখার জন্য বসে আছি! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।