আমাদের কথা খুঁজে নিন

   

ভালোলাগা-ভালবাসা

ভালোলাগা : কাউকে ভালোলাগা বলতে আমি বুঝি তার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট কে ভালোলাগা-হতে পারে তার হাসি-তার চাহনি-তার কথা বলার ধরন-কিংবা স্রেফ তার সৌন্দর্য...বলা যেতে পারে যে কাউকে ভালবাসার প্রথম পদক্ষেপ হলো তাকে ভালোলাগা...ভাললাগেনা এমন কাউকে কি আর কেউ ভালবাসে ! ভালবাসা : ভালোলাগার পূর্ণতা প্রাপ্তি হলো ভালবাসা ভালবাসা হল একটি complete package- যেখানে শুধু ভাললাগার বিষয়টিই প্রধান না,বরং যে বিষয়গুলো ভাল লাগে না তা ভালবাসার মানুষকে জানানো,শোধরানোর প্রয়োজন থাকলে তা ঠিক করে নেয়া,সহনীয় হলে তা মেনে নেয়া-এই সব কিছুই এর অন্তরভুক্ত... সবশেষে বলতে পারি-যে মানুষটির মানসিকতা আমার সাথে মিলবে,যার সাথে আমার সুখ-দুখ গুলি ভাগাভাগি করে নেয়া যাবে,যার ভুল গুলি ঠিক করে নেয়া যাবে,যে আমাকে ভাল মানুষ হতে সাহায্য করবে,একজন মানুষ হিসেবে যে আমাকে বুঝবে-সেই হবে আমার মনের মানুষ,আমার ভালবাসার মানুষ.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।