আমাদের কথা খুঁজে নিন

   

"এই শিশুদের ঈদ " এরাও জন্মাতে পারত কোন বিত্তশালীর ঘরে...

স্বপ্ন দেখতে ভালবাসি...দৃঢ় ভাবে বিশ্বাস করি যে, আমরা আমাদের স্বপ্নের সমান বড়... ঈদ! চারদিকে কত আয়োজন! আলোকসজ্জ্বা চোখ ধরে রাখে শপিংমল টায়! কিন্তু এর বিন্দুমাত্র বা খুব ক্ষুদ্র আংশিক আগ্রহ নিয়ে কি এদের দিকে এই পথশিশুদের দিকে তাকিয়েছি আমরা ? কখনও কি জীবনের কোন রঙ্গিন কিংবা অলস সময়ে “বিবেক” মনে মনে এসে বলবে- হয়ত সেদিন সেই মুভিটি না কিনে- ২০০ টাকা মোবাইলে খরচ না করে, কিংবা অপ্রয়োজনীয় দ্রব্যটি না নিয়ে এইরকম একটি শিশুর মুখে লক্ষতারার হাসি ফোটানো যেত? আমাদের ঘুমানোর জন্য পোশাক, জগিং এর জন্য পোশাক কিন্তু এদের? একটাই হয়ত পোশাক, ভেজা পোশাকে এদের গাঁয়ে জ্বর আসেনা, কারন এরা অভ্যস্ত!কি লিখছি আবোল তাবোল!! আমরা পারি, পারব। আসুননা আমরা একজন কিংবা দুইজন মিলে একজন পথশিশুর ঈদকে রাঙ্গাই তার জীবনের সবচেয়ে আনন্দময় ঈদে... * ব্যবহৃত ছবিটি প্রতিকী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।