আমাদের কথা খুঁজে নিন

   

ফুল-নামে, ফুল-পাপী

সন্ধ্যায় গোসল করে আনন্দ হলাম কিশোরী আঁজলাভরা ফুল এনে বললো- এগুলোর নাম বোলো? দুঃখিত নয়নে দেখি জানি না ফুলের নাম! কিশোরী রক্তিম চোখে করুণা জানালো পুষ্পিত অধরে তার গুঞ্জরিত ভাষা নামহীন ফুল দেখে- ভাষার সৌরভে ফোটা ফ্লুরোসেণ্ট আলো ফুল-নামে রাত কাটে, ফুল-পাপী আমি- কিশোরীর দুধ ছুঁয়ে মৌনতা নামাই মগ্নতর ঘনজ্ঞানে ঘামে ভিজে পুণ্য হই, জানে অন্তর্যামী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।