আমাদের কথা খুঁজে নিন

   

" শব্দহীন দুপুরের প্রত্যাশা "

নিঝুম দুপুরের স্বাদ পাইনি বহুদিন ; সেই কবে পাগল করেছিলো দুপুরের নিঃশব্দতা । শব্দহীন একটা দুপুর , আবার কবে আসবে ? আজকাল দুপুরগুলো শুধুই শব্দময় ; অথচ সে শব্দ আমার শ্রবন ইন্দ্রিয়কে স্পর্শ করেনা । বধির হয়ে যাচ্ছি কী ? তারপরও ,শব্দহীন দুপুরের প্রত্যাশা । শব্দহীন তপ্ত মধ্য দুপুরে- ঝাপিয়ে পড়তাম পরেশ সাগরের স্বচ্ছ শীতল জলে । শৈশবের সে স্মৃতি হয়তো অতীত ,পুরনো ; কিন্তু এখনো অমলিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।