আমাদের কথা খুঁজে নিন

   

" আমি তোমাকে একদমই ভূলে গিয়েছি ! "

আমি তোমাকে একদমই ভূলে গিয়েছি ! তবে যখন ঝমঝম শব্দে বৃষ্টি নামে , তখন সেই বৃষ্টির সাথে মিশে থাকা তোমার স্মৃতি সামনে এসে দাড়ায় । কিংবা খুব নিঃসঙ্গ এই আমি যখন রাজপথ ধরে হেটে যাই , নিজের অজান্তেই এই হাত তোমার হাতের শূন্যতা অনুভব করে । নিঃশব্দ মাঝ রাতে যখন ঘুম ভাঙ্গে , বিছানায় এপাশ-ওপাশ করতে করতে অপেহ্মা করি তোমার ফোন কলের । আমি তোমাকে একদমই ভূলে গিয়েছি ! কোন অচেনা তরুনী হেটে যেতে যেতে যখন আমার চোখে চোখ রাখে , তখন চমকে উঠি ; তোমার চোখ ভেসে উঠে আমার চোখের সামনে । রিকশার যেতে যেতে যখন কোন প্রেমিক-প্রেমিকা প্রেমে বিভোর হয়- তখন ,ঠিক তখনই পুরনো স্মৃতির সাথে উঠে আসো তুমি । আমি তোমাকে একদমই ভূলে গিয়েছি ! একদমই !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।