২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসেনা সংঘর্ষের ঘটনা ব্যাখ্যায় টেলিকনফারেন্স করতে রাজী হয়ে সংসদীয় উপকমিটির কাছে প্রস্তাব দিয়েছিলেন জেনারেল (অব.) মইন-ইউ-আহমেদ। তার বক্তব্য ছাড়াই কমিটির প্রতিবেদন তৈরি করা হবে মর্মে ঘোষণার প্রেক্ষিতে তিনি এ প্রস্তাব দেন। এ বিষয়ে রাশেদ খান মেনন জানিয়েছিলেন, চিঠিটি কয়েক দিন আগে আসলেও পারিবারিক সফরে দেশের বাইরে থাকায় চিঠিটি তিনি দেখতে পারেননি। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে রাশেদ খান মেননের নেতৃত্বে গঠিত সংসদীয় উপকমিটিতে হাজির হয়ে সাক্ষ্য দিতে সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমেদকে দুবার চিঠি দেয়া হয়েছিল।
দুবারই তারা আসতে অপারগতা প্রকাশ করে চিঠি দেন। চিঠির মাধ্যমেই তারা এ ঘটনার ব্যাখ্যা প্রদান করেন। ই-মেইলে সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ জানিয়েছিলেন, সংঘর্ষের পর কোনো নির্যাতনের কথা তিনি জানেন না। অন্যদিকে চিঠিতে মইন দাবি করেছিলেন, অসুস্থতার কারণে তিনি সংসদীয় কমিটিতে আসতে পারছেন না।
অবশেষে টেলিকনফারেন্সের মাধ্যমে মইন ইউ আহমদের সাক্ষ্যগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
আগামী ১৩ সেপ্টেম্বর টেলি-কনফারেন্সের মাধ্যমে এই সাক্ষ্য নেওয়া হবে।
এ পর্যন্ত সবই ঠিক আছে।
এখন আমার প্রস্তাব হলো, এই টেলি-কনফারেন্স লাইভ প্রচারের ব্যবস্থা নিতে হবে যাতে কোন বিভ্রান্তির অবকাশ না ঘটে। আমরাও জানতে চাই তিনি কী বলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।