আমাদের কথা খুঁজে নিন

   

THANX (A Volunteer Group)

চট্টগ্রামের প্যারেড মাঠে ভ্যান গাড়ীর উপর কিছু তরুণ গোল হয়ে বসে আছে। সবারই চোখে-মুখে অস্থিরতা। একটি ছোট শিশুর চিকিৎসার জন্য তহবিল গঠনে কাজ করছে তারা। দল বেঁধে সবাই কাজ করলেও কোথায় যেন একটা ফাঁক রয়ে গেছে। সবার মনেই কি যেন কাজ করছে।

শেষে চিন্তা করে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তারা একটি স্বেচ্ছাসেবী সংগঠন করে একত্রে কাজ করবে। যেই ভাবা সেই কাজ। সবাই মিলে সংগঠনের জন্য সহজ সুন্দর নাম ঠিক করতে বসে গেল, এমন একটা নাম চাই যা সহজে মনে থাকবে এবং মানুষের মুখে মুখে ঘুরে বেড়াবে!! হঠাৎ একজন বলে উঠলো "THANX" দিলে কেমন হয়?? এমনিতেই কেও সাহায্য করলে আমরা THANKS বলে কৃতজ্ঞতা জানাই। আর আমাদের সংগঠনের নাম THANX দিলে এক ঢিলে দুই পাখি মারা হলো..!!! এভাবেই জন্ম নেয় আমাদের প্রিয় "THANX"..... এই ঘটনা ২০১০ সালের ডিসেম্বরের শেষের দিকের কাহিনী। জুঁই নামের ছোট একটি শিশুর জন্য কাজ করতে গিয়ে আমাদের জন্ম।

এরপর যত দিন গেছে, আমাদের অভিজ্ঞতা বেড়েছে, পরিচিতি বেড়েছে। এখন আমরা অনেক সচেতন হয়ে নিষ্ঠার সাথে কাজ করছি। "THANX" একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অসহায় মানুষের চিকিৎসার্থে তহবিল গঠন করলেও আমাদের অনেক সুদূরপ্রসারী পরিকল্পনা আছে। আমরা সমাজের কিছ গরীব লোকের কর্মসংস্থান করে দিতে চাই।

এছাড়া ছোট ছোট গরীব শিশুদের শিক্ষার সুযোগ করে দেয়রে প্রবল ইচ্ছা আছে। বিভিন্ন দুর্যোগে ত্রাণ ও তহবিল সংগ্রহ করে দুর্যোগ আক্রান্তদের পাশে দাঁড়াতে চাই। সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে প্রচারণা চালিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখতে চাই। আমরা বড় বড় কথায় বিশ্বাসী নয়, প্রচারণা সাপেক্ষ সংগঠন নয়। আমরা কাজ দিয়েই সবার মাঝে পরিচিত হতে চাই।

আমরা বিশ্বাস করি, তরুণ সমাজ যদি এগিয়ে আসে, দেশ বদলে যেতে বাধ্য। তাই সে কঠিন লক্ষ্য নিয়ে আমরা পরিশ্রম করে যাচ্ছি। আমাদের সদস্য সংগ্রহ চলছে। দেশের বিভিন্ন জায়গায় আমরা কাজ করতে চাই। আমরা সমাজ সেবায় উৎসাহী, উদ্দ্যমী, নেতৃত্ব দিতে ইচ্ছুক স্বেচ্ছাসেবী কিছু তরুণ-তরুণীদের খুঁজছি।

যারা এই ব্যাপারে উৎসাহী, তাদেরকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে :: জয় : ০১১৯০ ৩৪ ৬৮ ২১ হৃদয় : ০১৬৭৫ ৬৫ ৫৪ ৮১ লিমন : ০১৮২৯ ৩২ ১৮ ১২ THANX... Be with us beside humanity... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।