আমাদের কথা খুঁজে নিন

   

কবি নজরুল বাংলাদেশের মিডিয়াতে উপেক্ষিত কেন?

বরাবারই লক্ষ্য করে আসছি দ্রোহ ও সাম্যের কবি মহান মানবতাবাদী কবি এবং নিসন্দেহে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কিংবদন্তী কাজী নজরুল ইসলাম কে নিয়ে আমাদের দেশের মিডিয়াতে তেমন উচ্চবাচ্চ্য নাই। কি প্রিন্ট মিডিয়া কি ইলেকট্রনিক মিডিয়া। অথচ তিনি আমাদের জাতীয় কবি। তারচেয়ে বড় কথা ব্রিটিশ ভারতে তিনিই সর্বপ্রথম স্বাধীনতার দাবি উ্চ্চস্বরে তুলেছিলেন। সরকারী বেসরকারী এবং আশ্চর্য্য হলেও সত্য যে খোদ নজরুল ইনস্টিটিউট ও তাকে নিয়ে তেমন কোন আয়োজন করার উৎসাহ দেখায় না।

কিন্তু এমন কেন? আমাদের ভারত বান্ধব মিডিয়াগুলো বরীন্দ্রনাথ বলতে অজ্ঞান, তাতে দোষ নাই, কিন্তু নজরুলের বেলায় তাদের এই অনীহা কেন। বাংলাদেশী হিসেবে আমাদের সৌভাগ্য যে, তিনি আমাদের হয়ে এসেছিলেন। তিনি তো যুগ, কাল জাতি এমনকি এই দেশকে ছাপিয়ে উঠেছিলেন। আমাদের দেশের ফ্যাশন, সভা-সেমিনারে, টকশোতে সুশীল (কূশীল) দের চামচামিপনায় নজরুল আসেনা, আশ্চর্য্য। অথচ এই নজরুল ইসলাম ভিন্ন বাংলা সাহিত্য কখনো পূর্ণতা সাহিত্য হয়ে উঠতে পারত না।

আজ তার মৃত্যুবাষির্কীতে কিছু চ্যানেল লোক দেখানো নাটক. টকশো, গান হবে। কাজজে এক পাতার নিবন্ধ ছাপা হবে। তার কবরে সুবিধাবাদী কবি, বুদ্ধিজীবীরা ফুল দিবে, শেষ। স্বার্থপর বাঙালী তার স্মরণে ভবিষ্যতে কি করবে তা হয়ত তিনি বুঝতে পেরেছিলেন বলেই কাজী মোতাহার হোসেন কে লেখা এক চিঠিতে তিনি বলেছিলেন বন্ধু আমার কথা স্মরণ করে ফুলে ফুলে যখন ঢেকে যাবে স্মৃতিফলক, টেবিল চাপড়ে ভেঙে ফেলবে বক্তার পর বক্তা, তুমি সেইদিন সেখানে যেওনা। ঘরের কোণে চুপটি করে বসে আমার কথা স্মরণ করো বন্ধু।

( হুবুহু নয় তবে মূল কথা এরকমই) সমস্ত জীবন শুধু দিয়ে গেলেন যিনি তার অবর্তমানে অামরা তাকে সত্যিকার শ্রদ্ধাও জানাতে পারিনা। এ ব্যর্থতা এই লজ্জা এই অকৃতজ্ঞতা .................. অামাকে কুড়ে কুড়ে খায়। তাই নজরুল উপলক্ষ্যে কোন আয়োজনেই যাইনা। ঘরের কোনে চুপটি করে তার মহত্ব, মানবতা আর লেখনীর কথা ভাবি। জীবনভর যিনি দিয়ে গেলেন, তিনি মরনের পরও দিয়েই যাচ্ছেন ভাবতেই শিউরে উঠি।

বিধাতা তো ভুলের উর্দ্ধে। তবু কখনো কখনো সংশয় জাগে বিধাতা কি ভুল করে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের মাটিতে পাঠিয়েছিলেন??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।