আমাদের কথা খুঁজে নিন

   

একই স্থানে একই গাড়ির চাপায় ৬ মাসে নিহত ৫

ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। যশোরের কেশবপুরে ছয় মাসের ব্যবধানে একই স্থানে একই পিকআপ ভ্যানের চাপায় পাঁচজন নিহত হয়েছে। এর প্রতিবাদে গতকাল শুক্রবার দুর্ঘটনাস্থল শহরের টার্মিনাল এলাকায় একজনের লাশ পাশে রেখে এলাকাবাসী মানববন্ধন করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল সাতটার দিকে পিকআপচালকের সহকারী রবিউল ইসলাম শখের বশে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় টার্মিনাল এলাকার বাঁকে একটি ভ্যানকে ধাক্কা দেয় পিকআপটি (ঢাকা মেট্রো-চ ১৪-৩৪৯৩)।

এতে ভ্যানচালক বাবু সরদার (৩০) ও আরোহী আবদুর রাজ্জাক (৪৫) গুরুতর আহত হন। পরে ওই দিনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বাবু মারা যান। গত বৃহস্পতিবার আবদুর রাজ্জাক ঢাকার মহাখালীর একটি হাসপাতালে মারা যান। গত ১৬ ফেব্রুয়ারি একই পিকআপের চাপায় একই স্থানে এক পরিবারের তিনজন প্রাণ হারায়। দুর্ঘটনার প্রতিবাদে জানাজা পড়ার আগে আবদুর রাজ্জাকের লাশ পাশে রেখে এলাকাবাসী দুর্ঘটনাস্থলে মানবন্ধন করে।

মানববন্ধনে অংশ নেওয়া উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন বলেন, এর আগে এখানে দুর্ঘটনা ঘটেছে, আবারও একই স্থানে একই পিকআপের চাপায় দুজনকে প্রাণ দিতে হলো। কেশবপুর পৌরসভার মেয়র আবদুস সামাদ বিশ্বাস বলেন, ‘আমাদের প্রতিবাদ জানানো ছাড়া আর কিছুই করার নেই। তাই রাস্তায় লাশ নিয়ে প্রতিবাদ জানাচ্ছি। ’ কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন জানান, ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে রবিউল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে।

একই পিকআপের চাপায় ফেব্রুয়ারি মাসে তিনজন নিহত হন। পিকআপের মালিক জি এম এরশাদ বলেন, গাড়িটি মেরামতের কাজ চলছিল। হেলপার শখের বসে চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।