আমার কোন গল্প ছিলনা, আমার কোন কথা ছিলনা,
আমি আশ্চর্য অদৃশ্য ঊন-মানব এক।
পৃথিবীর যাবতীয় তরুণীর মৃগ-চোখে চোখ
রেখেও নিশ্চুপ থাকতে পারি আড়াই ঘণ্টা--
এমনই অস্পৃশ্য প্রান্তিক মানুষ এক।
তাইতো, তোমার একাকী হাসি পেয়েও
বাতাসের এলোমেলো ঝাঁপটার মতো
মুখ সরিয়ে নিয়েছি আমি। কারণ,
আমি জানতাম ঐ ছটফটে মনকে
তুষ্ট রাখার মতো কোন কিংবদন্তীর কাহিনী
শোনাতে পারবনা আমি-- তোমার
মুখরা বন্ধু মহলের মতন। আর
ক্ষণে ক্ষণে তোমাকে পুলকিত করার মতো
কোন চমকও ধারণ করিনা আমার মধ্যে :
এই ম্লেচ্ছ-জীবন শামুখের পিঠে সাওয়ার
ব্যর্থতার কতকথা এক।
তাই, মরুভূমির
ধার হতে তোমার ইন্দ্রপুরীর খাদে ঝাঁপ
দিতে গিয়েও দিতে পারলো না
আমার বুভুক্ষু জখম হৃদয়।
হে মহাপিতা !
সোনার লক্ষ্মী হাত বাড়ালেও পায়ে
দলে চলে যাই-- আমি সৃষ্টির
এমনই নীচ কাপুরুষ এক।
২৩/০৮/২০১১আমার কোন গল্প ছিলনা, আমার কোন কথা ছিলনা,
আমি আশ্চর্য অদৃশ্য ঊন-মানব এক।
পৃথিবীর যাবতীয় তরুণীর মৃগ-চোখে চোখ
রেখেও নিশ্চুপ থাকতে পারি আড়াই ঘণ্টা--
এমনই অস্পৃশ্য প্রান্তিক মানুষ এক।
তাইতো, তোমার একাকী হাসি পেয়েও
বাতাসের এলোমেলো ঝাঁপটার মতো
মুখ সরিয়ে নিয়েছি আমি।
কারণ,
আমি জানতাম ঐ ছটফটে মনকে
তুষ্ট রাখার মতো কোন কিংবদন্তীর কাহিনী
শোনাতে পারবনা আমি-- তোমার
মুখরা বন্ধু মহলের মতন। আর
ক্ষণে ক্ষণে তোমাকে পুলকিত করার মতো
কোন চমকও ধারণ করিনা আমার মধ্যে :
এই ম্লেচ্ছ-জীবন শামুখের পিঠে সাওয়ার
ব্যর্থতার কতকথা এক। তাই, মরুভূমির
ধার হতে তোমার ইন্দ্রপুরীর খাদে ঝাঁপ
দিতে গিয়েও দিতে পারলো না
আমার বুভুক্ষু জখম হৃদয়।
হে মহাপিতা !
সোনার লক্ষ্মী হাত বাড়ালেও পায়ে
দলে চলে যাই-- আমি সৃষ্টির
এমনই নীচ কাপুরুষ এক।
২৩/০৮/২০১১আমার কোন গল্প ছিলনা, আমার কোন কথা ছিলনা,
আমি আশ্চর্য অদৃশ্য ঊন-মানব এক।
পৃথিবীর যাবতীয় তরুণীর মৃগ-চোখে চোখ
রেখেও নিশ্চুপ থাকতে পারি আড়াই ঘণ্টা--
এমনই অস্পৃশ্য প্রান্তিক মানুষ এক।
তাইতো, তোমার একাকী হাসি পেয়েও
বাতাসের এলোমেলো ঝাঁপটার মতো
মুখ সরিয়ে নিয়েছি আমি। কারণ
জানতাম, ঐ ছটফটে মনকে
তুষ্ট রাখার মতো কোন কিংবদন্তী
শোনাতে পারবনা আমি-- তোমার
মুখরা বন্ধু মহলের মতন। আর
ক্ষণে ক্ষণে তোমাকে পুলকিত করার মতো
কোন চমকও ধারণ করিনা নিজের মধ্যে :
এই ম্লেচ্ছ-জীবন শামুকের পিঠে সাওয়ার
ব্যর্থতার কতকথা এক। তাই, মরুভূমির
ধার হতে তোমার ইন্দ্রপুরীর খাদে ঝাঁপ
দিতে গিয়েও দিতে পারলো না
আমার বুভুক্ষু জখম হৃদয়।
হে মহাপিতা !
সোনার লক্ষ্মী হাত বাড়ালেও পায়ে
দলে চলে যাই-- আমি সৃষ্টির
এমনই নীচ কাপুরুষ এক।
২৩/০৮/২০১১ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।