এ সবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে, ধুলো মাখা পথই আমার, তুমি চোড়ো জয়োরথে। শত লাঞ্ছণা দিও, কোরো আমায় অসম্মান। তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশান।
আজ ১৮ জুলাই। অকাল প্রয়াত ক্লোজআপ-০৫ তারকা মিনা আবিদ শাহরিয়ার (আবিদ) এর ২৬তম জন্মবার্ষিকী।
অনেক অল্প বয়সেই চলে গেলেন প্রতিভাসম্পন্ন এই তারকা, ঝড়ো হাওয়ায় নিভে গেল একটি জ্বলন্ত প্রদীপ। ক্লোজআপ ওয়ান তারকা আবিদ ২০১১-এর ২৯ জুলাই কক্সবাজার সমুদ্র সৈকতে এক দুর্ঘটনায় মারা যান। আমরা সবাই তার জন্য অন্তত আজ একটু দোয়া করি। যেখানেই থাকো ভাল থেকো। আল্লাহ তোমাকে বেহেশত নসীব করুন।
আমীন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।