এখনই, নয়তো কখনই নয়...। আমার স্যামসাং মন্টিটা পকেট থেকে হাওয়া হোল আজ বসুন্ধরা শপিং মলের ভিড়ে.. :-( । আরও এক ভিকটিমকে পেলাম ওনারও একই কাহিনী। আমার ম্যানেজার স্যার আমার কথা শুনে বললেন যে বসুন্ধরা শপিং মলে সব সময়ই কিছু ছেলেকে বসে থাকতে দেখা যারা সত্যিকার অর্থে সুযোগের অপেক্ষায় থাকা ভালো মানুষ। তারা সাধারন ক্রেতার মতো আপনার সাথে মিলেমিশে এসকেলেটরে উঠবে তারপর সুযোগ বুঝে তাদের উদ্দেশ্য হাসিল করবে। একবার ওনার স্ত্রীর পার্সে হাত দিয়েছিল টাকা গায়েবের জন্য কিন্তু মোক্ষম সময়ে বু্ঝে ফেলায় তারা সফল হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।