আমাদের কথা খুঁজে নিন

   

ও মন রমজানের ঐ রোজার শেষে...

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার। শহীদ মিনারে ঈদের ধারণাটি সেক্যুলার ও চমৎকারা! ঈদগা সংকটের এই কালে রাষ্ট্রধর্ম ইসলামের এই দেশে শহীদ মিনারে ঈদ করতে হইলে সেখানে ইমাম দিয়া সকালে ঈদের নামাজ আদায় করার প্রয়োজন হবে। নাকি নামাজ পড়ানো হবে না কিন্তু ঈদ উদযাপন হবে? সেক্যুলারদের ঈদ কী তা এইবার বোঝা যাইতে পারে! এরপর অন্য ধর্মের সেক্যুলাররা এইখানে তাদের ধর্মীয় উৎসব পালন করতে আইলে মোটামুটি শহীদ মিনারের এক সর্বধর্ম সমন্বয়বাদী আকবরি সুরত উন্মোচিত হইতে পারে। বা ধরেন সকাল বেলায় যদি জামাতী ইসলামির সেক্যুলার ঈদ পালনকারীরা তাদের বিএনপিপন্থী সেক্যুলার ভাইগো লইয়া ঈদের জামাতে হাজির হইতে আসে তখন এই বুদ্ধিজীবীগো লগে সেই রাজনীতিবিদদের মোলাকাতটা কেমন হইতে পারে? ঈদের অকুস্থল থিকা তো আপনে কাউরে আর সরাইয়া দিতে পারেন না! জয় কনশাস-ইউনিভার্সিটি-মিডলক্লাস!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।