গণভবনে বৃহস্পতিবার সকালে মাধ্যমিকের ফল প্রকাশ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, "হরতাল দিয়ে কি অর্জন? আলটিমেটাম দিয়ে তো ফেল করেছেন, এসব খেলা বন্ধ করুন। "
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের বুধ ও বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এইচএসসি পরীক্ষার মধ্যে হরতাল দিলেও ইংরেজি মিডিয়ামের জন্য রাতে হরতাল বাদ দিয়েছেন। আর, দেশের ছেলে-মেয়েরা বঞ্চিত হচ্ছে। দেশের ছেলে-মেয়েদের বাধা দেবেন, সেটা মনে হয় সঠিক নয়। "
হরতালের কারণে ছয় দিনে এইচএসসি ও সমমানের ৩৪টি বিষয়ের পরীক্ষা এরই মধ্যে পিছিয়েছে।
বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।
দিনাজপুর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নুরজাহান আলিয়া মাদ্রাসার কয়েকজন পরীক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী, যার অপেক্ষায় ছিলেন সারা দেশের ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী।
এবার মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৮৯ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এবার, যাদের মধ্যে ৯১ হাজার ২২৬ জন জিপিএ-৫ পেয়েছে।
এবার পাশের হার বেড়েছে ২ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে ৯ হাজার ১৪।
মাধ্যমিক পরীক্ষার মধ্যে বিরোধীদল হরতালের কর্মসূচি থাকায় পরীক্ষার সূচি পরিবর্তন হওয়ায় পরীক্ষার্থীদের মানসিক প্রস্তুতি ব্যহত হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
হরতালের কারণে এবার মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাঁচ দিনের ৩৭টি বিষয়ের পরীক্ষা পেছাতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফল ঘোষণার দিনও হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ছেলে-মেয়েরা অনেক মেধাবী। একটু সুযোগ দিলেই তারা ভালো ফলাফল করে।
সেটা আমরা দেখতে পারছি। ”
নির্দিষ্ট সময়ের কয়েকদিন আগেই মাধ্যমিক পরীক্ষার ফল দেওয়ায় বোর্ড কর্মকর্তা এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
১২ মার্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ১২ মে ফলাফল দেওয়ার কথা থাকলেও দু’দিন আগেই এবারের ফল দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তরের আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দুই বছর আগে প্রথম জেএসসি-জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা নবম শ্রেণিতে উঠেছিল, তারাই এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
দুপুর ১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।