মনডা কয়, কুপায়া সব কিছু ভাজ ভাজ কইরা হালাই পৃথিবীতে কত কিছু যে আছে জানার। তার অনেক কিছুই আমরা জানি না। এই পোস্টের সব কিছুই যে uncommon হবে তার নিশ্চয়তা নাই। আবার সবার সবকিছু কমন পড়ার ও কথা না। কমন পড়লে মাইন্ড নিয়েন না।
১। অনেক সময় আমাদের গলায় টনসিল হয় এবং টনসিল অপসারনও করা হয়। যদি এটাকে ফেলে দেয়া হয়, তাহলে বলের মতই বাউন্স করবে।
(ট্রাই মাইরা দেখতে হইব)
২। কচ্ছপ তার পশ্চাৎদ্বেশ দিয়ে শ্বাস নিতে পারে।
(কস কিরে মমিন )
৩। উত্তর মেরুতে পেঙ্গুঈন নাই।
৪। মেজর লীগ বেসবল এর সব রেফারীর জন্য খেলার সময় কাল অন্তর্বাস পরা বাধ্যতামুলক। (শিওর হমু ক্যাম্নে, পড়সে কি না? )
৫।
“আলবেনিয়া”তে উপর-নিচ মাথা নাড়ানো মানে “না” এবং ডানে-বামে মাথা নাড়ানো মানে “হ্যা”।
৬। ওয়াল্ট ডিজনি ইঁদুর ভয় পেতেন।
৭। পৃথিবীর ২% এরও কম লোক তাদের কনুই-এ জিহ্বা ছোঁয়াতে সক্ষম।
(চেস্টা করে দেখেন, পারেন কি-না? )
৮। তাসের রাজাদের মধ্যে শুধু হরতনের রাজারই গোঁফ নাই।
৯। নিউইয়র্কে প্রায় ৯০% ট্যাক্সিচালকই অভিবাসী। (আমরিকা যাইবার মুঞ্চায় )
১০।
প্রথম অস্কার জয়ী এনিমেটেড চরিত্র – মিকি মাউস।
পৃথিবী
১১। পৃথিবী হল একমাত্র গ্রহ যেখানে পানির তিনটি অবস্থাই(কঠিন, তরল, গ্যাস) পাওয়া যায়।
১২। পৃথিবীর শীতলতম স্থান অ্যান্টার্কটিকার ভস্টক, আর উষ্ণতম স্থান লিবিয়ার আল আজিজিয়া।
১৩। ২১শে জুলাই ১৯৮৩, এই দিনে পৃথিবীর ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় অ্যান্টার্কটিকায়। সেদিনের তাপমাত্রা ছিল -১২৮.৬ ডিগ্রী ফারেনহাইট(-৮৯.২ ডিগ্রী সেলসিয়াস)।
১৪। পৃথিবীর সর্বপ্রাচীন গাছ এর বয়স প্রায় ৪৬০০ বছর।
এটি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত।
(নেট থেকে সংগৃহীত)
একটা ফটো ব্লগঃ মেডিকেল রিলেটেড
আরেকটা মেডিকেল রিলেটেড পোস্ট
অনলাইনে পাসপোর্ট করার নিয়ম কানুন
মায়া সভ্যতা
জোক্স কালেকশান ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।