আমাদের কথা খুঁজে নিন

   

এক নিকৃষ্ট উদাহরণ

বিসিএস পরীক্ষার ক্ষেত্রে কোটা ব্যবস্থা রাষ্ট্রের নাগরিকদের মধ্যে রাষ্ট্রীয় বৈষম্যের এক নিকৃষ্ট উদাহরণ । তাও আবার এক দুটি নয় ৫৫ শতাংশ কোটা। এটি গণতান্ত্রিক ব্যবস্থার সাথে অসামঞ্জস্যপূর্ণ। যারা কোটার মধ্যে পড়ার যোগ্য তাদের মধ্যেও অনেকে এ ব্যবস্থার বিপক্ষে। তাদের মতে যোগ্যতার মাধ্যমেই সরকারী চাকরী পাওয়া উচিত।

কোন কোটা ব্যবস্থার মাধ্যমে নয়। সবার সাথে প্রতিযোগিতা করে যারা উত্তির্ণ হতে পারবে তারাই প্রকৃত মেধাবী। তাদের দ্বারাই রাষ্ট্রে বেশী লাভ হতে পারে। কোটা ব্যবস্থার মাধ্যমে বিশেষ কেউ নিয়োগ পেলে সে হয়তো দলের কোন উপকারে আসতে পারে কিন্তু এটি হচ্ছে ক্ষুদ্র স্বার্থ। রাষ্ট্রের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থ প্রাধান্য দিলে রাষ্ট্র এক সময় ব্যর্থ হবে।

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করবেন না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।