আমি আছি সেইখানে............যেখানে নই তোমরা...তাই বলে নই আমি একা চলতি রমজান মাসের দিনের সংখ্যা হবে ২৯টি। কারণ আগামী ৩০ আগষ্ট সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে। অর্থাৎ আগামী ৩১ আগষ্ট দেশব্যাপী মুসলিম ধর্মের অন্যতম উৎসব ঈদ-উল-ফিতর পালন করা হবে। মহাকাশ নিয়ে গবেষণা করা সংস্থা বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির নীরিক্ষায় এ তথ্য পাওয়া গেছে।
অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির দাবি, আগামী ২৯ আগস্ট সোমবার সকাল ৯টা ৪ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ হবে এবং নতুন চাঁদের জন্ম হবে।
সেদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ২ ডিগ্রী নিচে ২৭৩ ডিগ্রী দ্রাঘিমাংশে অবস্থান করবে। দেশের আকাশে ৪ মিনিট অবস্থান শেষে ৬টা ১৬ মিনিটে অন্ত যাবে। এ সময় নতুন ওঠা চাঁদের কোনো অংশ বাংলাদেশ থেকে দেখা যাবে না। তবে পরদিন ৩০ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ৮ ডিগ্রী ওপরে ২৬৩ ডিগ্রী দ্রাঘিমাংশে অবস্থান করবে। প্রায় ৩৯ মিনিট দেশের আকাশে অবস্থান করে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ২৬৭ দ্রাঘিমাংশে অস্ত যাবে ঈদ-উল-ফিতরের চাঁদ।
এসময় চাঁদের বয়স হবে ৩৩ ঘণ্টা ১৫ মিনিট। সবচেয়ে ভালভাবে দেখা যাবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে। বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে চাঁদের শতকরা ৩ ভাগ আলোকিত দেখা যাবে।
ইসলামী নিয়ম অনুযায়ী, নতুন চাঁদ দেখা সাপেক্ষে আরবি মাসের দিন গণনা শুরু হয় এবং শাওয়াল মাসের প্রথম দিন ঈদ-উল-ফিতর পালন করা হয়।
সূত্রঃ barta24.net ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।