আমাদের কথা খুঁজে নিন

   

শেষ পর্যন্ত একখান ডিজিটাল ক্যামেরা কিনেই ফেললাম। চখাম হইছে।

আউলা মাথার বাউলা পোলা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। হুম বেশ আনন্দেই আছি। কারনটা হল অবশেষে বহুত গবেষণা ও খোঁজাখুঁজির পর একটা ডিজিটাল ক্যামেরা কিনলাম। সেই সাথে ফটোগ্রাফির জগতে পদার্পন।

আসেন আসেন মিষ্টি মুখ করেন। তবে এখনই না। রোজা আছে নিশ্চয়ই। ইফতারির সময় খেয়েন। যাই হোক, কিনলাম একটা প্যানাসনিক লুমিক্স এফ থ্রি।

১২ মেগা পিক্সেল। রাজশাহী নিউ মার্কেট থেকে দাম পড়ল ১০৭০০ টাকা। আর ৪ গিগা মেমরি কার্ড সহ মোট ১১৫০০ টাকা। দারুন চলছে। কয়েকটা ছবি তুললাম।

কিছু ভিডিও করলাম। পারফরম্যান্স দারুন। ক্যামেরা কেনার ব্যাপারে হেল্প করার জন্য ব্লগের কয়েকজন ফটোগ্রাফার ভাইকে অসংখ্য ধন্যবাদ। নিচে আমার ক্যামেরা দিয়ে তোলা ২ টা ছবি দিলাম। ১ টা আমার ঘরের জানালার বাইরের দৃশ্য আর একটা ম্যাক্রো করার চেষ্টা করেছিলাম, ওটা লাইটের তারের ওপর বসা একটা ফড়িং।

ম্যাক্রো ছবি তোলা খুব ঝামেলার কাজ। আমারটা মনে হয় কিছুই হয়নি। যাই হোক চেষ্টা করছি আশা করি তাড়াতাড়িই শিখে যাব। অনেকদিন পর ব্লগে আসলাম। তাই সবাইকে একবার আগাম ঈদের শুভেচ্ছা।

ঈদের কেনাকাটা শেষ হল? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।