আমাদের কথা খুঁজে নিন

   

২৪ আগষ্ট ২০১১

নিজের সাথে অসততা করতে চাইনি কোনদিন। অন্যের প্রতি সবসময় সহিষ্ণু আচরণ করার চেষ্টা করেছি। মিথ্যা বলিনি। অথচ সেই আমি আজ এমন এক অন্যায় এর বোঝা বয়ে চলেছি যা থেকে মুক্তি পাওয়া আমার এই জীবনে হয়ত আর সম্ভব নয়। ভেতরে ভেতরে হতাশা আর বিষাদ, বয়ে বেড়ানোই আমার নিয়তি। আমি মুক্তি চাই আমি ক্ষমা চাই, কিন্তু কে করবে ক্ষমা! পৃথিবীতে আমি একটু শান্তিতে বাচতে চাই, এই চাওয়াটাও এখন পাপ। মহাপাপ। নিয়তি বলে অলৌকিক কিছু আছে একথা মানিনি কোনদিন এখনও মানিনা; কারণ এখন জানি, মানুষ যা প্রতিনিয়ত গড়ে চলেছে নিজের জ্ঞাতসারে অথবা অজ্ঞাতে, তার রেশ ধরে কদিন পরে যা অনিবার্য বাস্তবতা হিসেবে হাজির হবে তা ই নিয়তি। তখন আমরা সবাই অসহায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।