আমাদের কথা খুঁজে নিন

   

চিন্তাগুলো-৪

An Engineer needs not to be a perfectionist or a fastidious intellect. An Engineer needs to be someone who can keep pursuing the goal with whatever resources available at a particular moment. -"শিমন, তুই আসবি কবে?" - "দোস্ত, আরো ২ সপ্তাহ থাকা লাগবে এখানে, এরা আরো এক্সট্রা দেড় মাস রাখতে চাচ্ছিলো, ভিসার সমস্যা হবে দেখে ২ সপ্তাহ এক্সট্রা থাকতে বলতেসে। ১৫ সেপ্টেম্বর ব্যাক করবো। " দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেলাম ফোন এ। ২ বছর পরে তারা দেশে আসছে, আর এই সময়ে আমাকে কাজের জন্য দেশের বাইরে থাকা লাগতেসে ১ মাসের জন্য। বাজে টাইমিং।

পরে আবার কবে দেখতে পাবো কে জানে? সুনাম কেমব্রিজে ব্যাক করবে মনে হয় ১০ তারিখের দিকে, আবির-ফারজানা ১৩ তারিখ এ, কাতার থেকে মাহবুব ভাই এখন দেশে আসছেন , উনিও ৯ তারিখ নাগাদ ব্যাক করবেন, কারোর সাথে দেখা হবেনা। আমার হতাশ হওয়াটা অস্বাভাবিক কিছু না। দেড় সপ্তাহ আগে রাবিতের রোড এক্সিডেন্টের খবর শুনার পরে প্রচন্ড অস্থির লাগতেসে। প্রত্যেকদিন দেশে থাকা বন্ধুগুলোর সাথে যোগাযোগ করতেসি আপডেটের জন্য। ব্রেনে আঘাত লাগার পরে চোখ খুলসে মাত্র ১ দিন আগে, ১২-১৩ দিন অজ্ঞান থাকার পরে।

বেচে যাবে মনে হয়, কিন্তু রিকভারি তে অনেক টাকা লাগবে। দেশ থেকে প্রত্যেকদিন স্কুলের বন্ধুগুলো জানতে চায় কবে ফিরবো, সামনে অনেক কাজ জমে আছে। আমার আসার ২-৩ দিন পরে শুনলাম সেজখালা কে হঠাৎ হসপিটাল এ নেয়া হয়েছে। অপারেশন করতে হবে। যাওয়ার দিন ও কথা হয়েছিলো, তখন সবকিছু ঠিক মনে হলো।

হঠাৎ... অফিস টা অনেক উচুতে, ২০ তলায়। জানালা দিয়ে তাকালে সমূদ্রে দুবাই এর ইয়ট ক্লাব আর পাম জুমেরা দেখা জায়। সন্ধ্যাবেলা দেখার মত একটা দৃশ্য হয়। সব আস্তে আস্তে অসহ্য লাগছে যখন চিন্তা করছি আবির আর ফারজানার সাথে এবারও দেখা হবেনা। যখন ভাবি রাবিত হসপিটাল এ শুয়ে আছে, মৃদুল সহ আমাদের অন্যান্য স্কুলের বন্ধুরা ওর জন্য টাকা যোগাড় করতে দৌড়ে বেড়াচ্ছে, ইচ্ছা করে দেশে ফিরে যাই।

এমন একটা সময়ে বাইরে আসছি যখন সেজখালা অসুস্থ... টানগুলো এতটা প্রকট কেনো? হোটেলে ফিরে যখন প্রচুর একা লাগে, সিগারেটের প্যাকেট টা হাতে নিয়ে রাতের মাঝে বের হয়ে পড়ি আলো ঝলমলে এই শহরের রুপ দেখতে। শপিং মল, বুগাটি ভেরিয়ন গাড়ি, এমিরেতি দের পরিবার নিয়ে ঈদের শপিং করতে বের হওয়া দেখি, আর দেখি মরূভূমি আর সাগরের মিলন পর্যবেক্ষন করা ওই আকাশের চাঁদ কে। কে জানে, এই মূহুর্তে দেশে কেউ ওই চাঁদের দিকে তাকায়ে আমার কথা ভাবছে কিনা? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।