আমাদের কথা খুঁজে নিন

   

বিবার-সেলেনার সম্পর্ক ভেঙে গেছে

অন্ধভাবে কাউকে ভালবাসলে তার ফল শুভ হতে পারেনা। (কারলাইন) বিবার ভক্তদের জন্য খুশির খবরই বলতে হবে। কারণ, এত দিন ধরে কেউই জাস্টিন বিবারের সঙ্গে সেলেনা গোমেজের প্রেম বরদাস্ত করে আসতে পারছিল না। বিশ্বের নানা প্রান্ত থেকে বিবারের নারী ভক্তরা তীব্র ভাষায় কটাক্ষ করে আসছিল সেলেনাকে। কেউ কেউ তো অনলাইনে তাঁকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছিল।

যা-ই হোক, সেসব হুমকির ভয়ে নয়, বিবারের দ্বিচারি মনোবৃত্তির জন্যই তাঁর সঙ্গে সম্পর্কের ইতি টানলেন সেলেনা। বিবার তাঁর সাবেক বান্ধবী গায়িকা জেসমিন ভিলেগাসকে এখনো মুঠোফোনে খুদে বার্তা পাঠান। বিষয়টি সেলেনার কাছে ধরা পড়ার পরপরই ১৭ বছর বয়সী এই টিনএজারের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেন সেলেনা। এ ব্যাপারে বিবারের বক্তব্য জানা যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু জানিয়েছেন, বিবারকে বেশ উদ্বিগ্ন দেখা গেছে।

পিটিআই।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।