আমাদের কথা খুঁজে নিন

   

এক দেশী ভাই কাম +দূর সম্পর্কের ফ্রেন্ড এর প্রাণের দাবী ! ১৮+ এবং কতিপয় প্রশ্ন !

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility কোন জিনিস বিদেশে সস্তায় পাওয়া যায় ! যেটা দেশের ঘরের বা কাজের জন্য দরকার । এমন জিনিসই নাকি সে নিবে ! আম যতই বুঝাই , সে তো আর বুঝে না, দেশে সবই আছে । কোন কিছু দরকার নাই, তাকে পেলেই সবাই খুশি । কিন্তু সে লিস্ট নিয়ে বসছে । বহুত সিরিয়াস ।

পরিবারের জন্য: সিভিলিংস ছুড়ির সেট, ছুড়ি ধার করার যন্ত্র । বাচ্চাদের জন্য : চকলেট , খেলনা । বড়দের জন্য: শেভিং ফোম ও জেল , স্প্রে ! এখনকি লাগেজে এসব বহন করা নিষিদ্ধ নাকি? তার তথৈবচ প্রশ্ন ! ফ্রেন্ডদের জন্য: সিগারেট (এখনও কিনে নাই, কিনবে সৌদি এয়ারপোর্ট থেকে, খুব সস্তা নাকি ! আচ্ছা সৌদি এয়ারপোর্ট এ কি ডিউটি ফ্রি শপ আছে ?) কনডম ! (তার এক বিখ্যাত দোস্ত আবদার করছে! , পরিচয় জানতে চাইলাম, কোন জামানার দোস্ত ! বলে নাই । মনে লয় ডি জুস ডিস্কো বান্দর , ব্লগার ডিস্কো সাহেব না আমাকে দৌড়ানি দেয় ) (বাংলাদেশ এ কি কনডম সহ ইন করতে দিবে?, সে খুবই চিন্তিত ! আমিও তার কর্মকান্ডে চিন্তিত ) ডিলডো ! (চিন্তা করতাছি ওরে পীর বাবার কাছে নাই, নিবে ভাল কথা সবাইকে জানানো দরকার ছিল কি?, তার স্টাইল মারানো হইবে আর কি, এখন প্রশ্ন হল এই ডিলডো কি বিডি কাস্টমস অফিসার ধরবে না ? আই মিন নিষিদ্ধ কিনা ধরলে কি সাজা হবে ? এটা আমার প্রশ্ন ) (চিন্তু করছি এই ভাইরাসটা না বিডি পুলামাইয়াদের ছাড়ায়া দেয় ) নিজের জন্য: এগুলো সবই নিজের ব্যবহার এর জন্য : ল্যাপটপ , ক্যামেরা, ভিডিও ক্যামেরা, এগুলো খয়রাত বা গিফট করার জন্য ৫টা মোবাইল (শালা মনে হয় এতদিন কয়েনের মত মোবাইল জমাইছে ! ) উপরের ইলেকট্রনিক যা নিজের জন্য ও নিচ্ছে, তার দাবী এগুলো হল ট্যাক্স ফ্রি! যেহেতু এগুলো তার জন্য নেওয়া । বাংলাদেশ কাস্টমস কি কোন ধরনের শুল্ক ধরতে পারে তার জন্য ! এখন সে আপনাদের দোয়া ও সহায়তা চায়, আর কি কি সে সাথে নিতে পারে ! যা বিদেশে সস্তা দেশে দামী ! যদিও তার ব্যাপার গুলি অদ্ভুত, যেমন সে মানুষটা ! কিন্তু ব্যাপারগুলি সিরিয়াস, উপরের প্রশ্ন এর উত্তর আসা করছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।