আমাদের কথা খুঁজে নিন

   

ব্যান বা ব্লক সমাধান হতে পারেনা ।

ভাল লাগে মানুষকে সৃস্টিকে প্রকৃতিকে অনেক পোস্ট দেখলাম পর পর ঋষিন নামের ব্লগারকে ব্যান বা ব্লক করার জন্য । বমডারেটরকে বিভিন্ন ভাবে অনুরোধ সহ গালিগালাজ -- যা মাঝে মাঝে ভাষার মাঝে ভদ্রতার অভাব লক্ষনীয় । আমি ঋষিন নামের ব্লগারের পোস্ট ও কমেন্টস পড়েছি তাতে আমার যা মনে হয়েছে--- -- গালিগালাজ করলেই কোন কিছুর সমাধান সম্ভব না । -- শুরু করেছে তো সোনার দেশের সোনার ছেলেরাই কিছু অতিভদ্র ভাষা দিয়ে কতুক্তি করা -- একা মানুষকে এই পোস্টের জন্য এত দলবল আক্রমন একেবারে মানায়না । --- নিজেদের পরিচয় রয়েল বেঙ্গল টাইগার বলে পরিচয় দিতে গর্ববোধ করেন অথচ ভাষা এবং আচরন একেবারে বিড়াল মাসীর মত ।

--- না জেনে না পড়ে খারাপ মন্তব্য যেন খুবই নিয়মিত । -- ব্লক বা ব্যান করলেই সমস্য মিটবে তা কোনদিনও হবেনা । কারন অন্য নামে সাইন ইন করতেই পারে । -- নেতিবাচক ও খারাপ ভাষা ব্যবহার পরিহার করলে ব্লগের পরিবেশ সুন্দর থাকবে । আমি জানি অনেকেই এখানেও আমাকে বকাজকা করবেন কিন্তু আমার অনুরোধ না জেনে এবং খারাপ ভাষা দিয়ে দয়া করে মন্তব্য করবেননা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.