আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ সংখ্যা ২০১১ বিষয়ক আলোচনা . . . কোনটি কিনবেন আর কোনটি বর্জন করবেন!

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। এইবারের ঈদসংখ্যা কি কিনেছেন? না কিনে থাকলে একটু সাবধান বাছাই করে কিনবেন। কেননা আমরা ঈদ সংখ্যা কিনি কিন্তু আমাদের বাসায় বা অফিসে যে পত্রিকা আসে, তার উপরে ভিত্তি করেই। এর বাইরে আমাদের অফিসে যে সব পত্রিকা আসে, সেইগুলি থেকে আমরা জানতে পারি কোন কোন পত্রিকা ঈদ সংখ্যা বের করছে এবং তাতে কি কি থাকছে। সাধারণতঃ ঈদ সংখ্যা হিসাবে প্রচলিত পত্রিকাগুলির প্রকাশিত ঈদ সংখ্যাই বেশী বেশী বিক্রি হয়ে থাকে।

এর ভেতরে কোন না কোন ভাবে ‘প্রথম আলো’ বেশি ফোকাস পায়। এই পত্রিকার ঈদ সংখ্যা কিনলে সবাই ক্রেতাকে ‘সুশীল’ হিসাবে ভাবে। ভাবে এই ক্রেতার মনন অনেক উন্নত। কিন্তু প্রথম আলো ইদানিং পাবলিশিং হাউস খুলে তাদের ঈস সংখ্যার মান নামিয়ে এনেছে। গেল কয়েকবারের ঈদ সংখ্যায় তারা সব উপন্যাসের দুই একটা অধ্যায় ছাপিয়ে পাঠকদের সাথে প্রতারণা করেছে।

তাদের উদ্দেশ্য ছিল বাদবাকি অধ্যায় বা পুরো উপন্যাস পড়ার জন্য তাদের প্রকাশনী থেকে প্রকাশিত পূর্নাঙ্গ ‘কিতাব’ কিনে পড়বেন। এইবারে আমি ‘সমকাল’-এর ঈদ সংখ্যা কিনেছি। সেইটাতে যতটুক পড়েছি তাতে মনে হয়েছে পূর্নাঙ্গ লেখাই প্রকাশিত হয়েছে। সেই সাথে ভাবছি ‘কালের কন্ঠ’ ঈদ সংখ্যা কিনবো। কিন্তু প্রথম আলো ঈদ সংখ্যা কিনবো না।

প্রতারক প্রথম আলো ঈদ সংখ্যা কিনে ঠকবার কি কোন প্রয়োজন আছে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।