আমাদের কথা খুঁজে নিন

   

একজন মাটি কাটা শ্রমিক কিংবা একজন রিক্সাওয়ালা কিভাবে রোজা রাখবে?????কোন যুক্তি কিংবা কিছু জানা থাকলে বলুন তো।।

আমি এক কথায় স্বপ্নবাজ........স্বপ্ন দেখি সাইক্লোন হয়ে উড়িয়ে দেই ক্লেদ,পরতে চাই মহাকালের নবীনযোদ্ধার সাজ। রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রিকশায় উঠলাম। রিকশাওয়ালা মামাকে দেখলাম দর দর করে ঘামছে। খুব খারাপ লাগল দেখে।

জিজ্ঞেস করলাম “মামা,রোজা নাকি?” মামা আমার দিকে অবাক বিস্ময়ে তাকালো। মুখ থেকে বের হয়ে এল, “হাহ,রোজা!!!!!ওইডা বড়লোকগো লাইগা। আমগো লইগা না। কেমনে রাখমু????” আমি কোন উত্তর খুঁজে পেলাম না। মাটি কাটে যে শ্রমিক সকাল থেকে গনগনে রোদে,কিংবা ইট ভাঙ্গে যে মানুষটা একমুঠো অন্নের জন্য,কিংবা পেটের দায়ে কুলিগিরি করে,মাথায় নিয়ে বেড়ায় শাক কিংবা তরকারির বোঝা.................. তাদের পক্ষে কিভাবে রোজা রাখা সম্ভব???? এই ব্যাপারটা আমার কাছে পরিষ্কার না।

ইসলাম এইক্ষেত্রে কি বলে???? কারো কোন রেফারেন্স কিংবা কোন যুক্তি থাকলে শেয়ার করুন প্লীজ। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।