আমাদের কথা খুঁজে নিন

   

আনসার-পুলিশে বন্ধুত্ব ব্লাকে রেলের টিকিট।

ঈদকে সামনে রেখে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রিতে দায়িত্বরত আনসার ও রেলওয়ে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন টিকিট সংগ্রহ করতে আসা অনেকেই।আনসার ও রেলওয়ে পুলিশের কিছু সদস্য অনিয়মের মাধ্যমে টিকিট নিয়ে বাইরে বিক্রি করছে বলে তারা জানান। এছাড়া স্টেশনের দালালরাও এ বিষয়ে সক্রিয়।দীর্ঘ লাইনে থাকা অনেকের চোখের উপর দিয়ে আনসার-পুলিশের সহায়তায় কালোবাজারে চলে যাচ্ছে রেলের টিকিট। ইতিমধ্যে একজন আনসার সদস্যকে অনিয়মের মাধ্যমে টিকিট বিক্রির দায়ে কমলাপুর থানা পুলিশ আটক করেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, দায়ত্বি পালনরত বেশ কয়েকজন আনসার অবৈধভাবে টিকিট বিক্রি করছেন। ধরা পড়লে প্রথাগত উত্তরে তারা বলেন, আমার এক আত্মীয়কে টিকিট সংগ্রহ করে দিয়েছি মাত্র।আনসার ও পুলিশের টিকিট বিক্রির বিষয়ে কমলাপুর রেল স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, ‘এভাবে টিকিট বিক্রির কোনও বিধান নেই।’এদিকে দ্বিতীয় দিনের মতো সোমবার সকাল ৯টা বাজার সঙ্গে সঙ্গে একযোগে ১৩টি বিশেষ ও ৩টি চলতি কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয়। বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা ২৭ আগস্টের টিকিটের জন্য রোববার বিকেল থেকেই লাইনে দাঁড়াতে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।