আমাদের কথা খুঁজে নিন

   

ধবল ধোলাই ইনডিয়া.....

মন ভাল নেই... শচীন টেন্ডুলকার ও অমিত মিশ্র দুর্দান্ত লড়াইয়ের পরও পালা ও ৮ রানের ব্যবধানে হেরেছে ভারত। এ জয়ের ফলে চার ম্যাচের টেস্ট সিরিজ ৪-০ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। কেনিংটন ওভালে শচীন ও মিশ্রর অর্ধশতকের পরও ২৮৩ রানে থামে ভারতের ইনিংস। এর আগে ৬ উইকেটে ৫৯১ রান করে ইংল্যান্ড নিজেদের প্রথম পালা ঘোষণা করে। জবাবে নিজেদের প্রথম পালায় ভারত করে ৩০০ রান।

এতে ফলোঅনে পড়ে সফরকারীরা। ৩ উইকেটে ১২৯ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে ভারত। শচীন ৩৫ ও মিশ্র ৮ রানে অপরাজিত ছিলেন। শেষ দিনের প্রথম সেশনে তাদের ভালো ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে ভারত ৮৭ রান যোগ করে। প্রথম পালায়ই ব্যাটসম্যানদের লজ্জা দিয়েছিলেন মিশ্র।

এবার আরো উজ্জ্বল তিনি। দ্বিতীয় পালার শুরুতেই ভারত বিপদে পড়লে নাইটওয়াচম্যান হিসেবে নামেন তিনি। রোববার দেখেশুনে পার করে দেয়ার পর সোমবার খেলেন পুরোদস্তুর ব্যাটসম্যানের মতো। কিন্তু দ্বিতীয় সেশনে স্বরূপে ফিরে ইংল্যান্ডের বোলাররা। দলীয় ২৬২ রানের মাথায় মিশ্রকে (৮৪) বোল্ড করে ১৪৬ রানের জুটি ভাঙ্গেন গ্রায়েম সোয়ান।

এটি মিশ্রর দ্বিতীয় অর্ধশতক ও সর্বোচ্চ রান। তার ১৪১ বলের ইনিংসে ১০টি চার রয়েছে। ওই রানেই বিদায় নেন ভারতের আশা হয়ে টিকে থাকা শচীন (৯১)। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ বার ৯০ এর কোঠায় আউট হলেন তিনি। তার ১৭২ বলের ইনিংসে ১১টি চার রয়েছে।

এটি তার ৬১তম অর্ধশতক। মিশ্র ও শচীনের বিদায়ের পর বেশিদূর এগোয়নি ভারতের পালা। এর পর আর ২১ রান যোগ করে শেষ ৫ উইকেট হারায় তারা। ইংল্যান্ডের পক্ষে সোয়ান ৬ উইকেট নেন ১০৬ রানে। এ নিয়ে ১১ বার পাঁচ বা তার বেশি উইকেট নিলেন তিনি।

ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে আগেই আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারায় ভারত। ম্যাচ সেরা হন নিজের প্রথম দ্বিশতক তুলে নেয়া ইয়ান বেল। ইংল্যান্ডের পক্ষে সিরিজ সেরা স্টুয়ার্ট ব্রড ও ভারতের পক্ষে রাহুল দ্রাবিড়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।