আমাদের কথা খুঁজে নিন

   

| | স্বপ্নচারিনী | |

জীবন বদলায়, রূপকথা বদলায় না...... স্বপ্নচারিনী, অনেক দিন ধরেই তোমাকে কিছু লেখার কথা ভাবছি। কিন্তু এতোদিন ধরে হয়ে ওঠেনি। কেন জানো? কি নামে তোমাকে সম্বোধন করবো বুঝতে পারছিলাম না। তোমার তো নামের কোন অভাব নেই। কখনো তুমি সুহাসিনী, কখনো সুভাষিনী, আবার কখনো সুনয়না - আমার হৃদয়সাম্রাজ্যের একচ্ছত্র অধিকারিনী।

কিন্তু সবকিছু ছাপিয়ে ঐ স্বপ্নচারিনী নামটাতেই তোমাকে সবচেয়ে বেশি মানায়। কারন তোমার অস্তিত্ব বলো, বিচরন বলো কিংবা আধিপত্য বলো সবকিছুই তো কেবলি আমার স্বপ্নে। জানো আমার কল্পলোকে একটা ভালোবাসার ঝর্ণা আছে। খুব ভালোবেসে আমি তার নাম দিয়েছিলাম Fountain of Love!!! স্বপ্নের মাঝে আমি প্রায়-ই সেখানে যেতাম। ছোট্ট কিন্তু অসম্ভব সুন্দর কিছু স্মৃতি নিয়ে ঘুম ভেঙ্গে ফিরে আসতাম কল্পলোকের সেই ঝর্ণার পাশ থেকে... আজ স্বপ্নের ঘোরে আমি সেখানে আবার গিয়েছিলাম।

কিন্তু এবার আমার সাথে ছিলে তুমি। কিছুক্ষণ ছিলাম সেখানে আমি...তোমার কাজ-কারবার দেখছিলাম। সোনালী গলাওয়ালা কতগুলো হাঁসের বাচ্চার সাথে তোমার কত কথা!!! কিন্তু মিটিমিটি হাসি দেয়া ছাড়া আমার সাথে আর কোনো কথাই বললেনা তুমি। তারপর হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম একটা খোলা ময়দানে। তুমি একটা হলুদ শাড়ি পড়ে সবুজ ঘাসের মাঠের মাঝে একটা বেদীতে বসেছিলে।

কালো একটা গোলাপ......তোমার চুলে! আমি অবাক হয়ে দেখছিলাম তোমার হাত ভরা কালো কাঁচের চুড়ি...মুখে কেমন জানি একটা হাসি লেপ্টে ছিল তোমার...কোনো একটা অদ্ভুত কারণে তোমাকে অসম্ভব রকম সুন্দর দেখাচ্ছিলো... তোমার কাছ থেকে বেশ খানিকটা দূরেই আমি দাঁড়িয়ে ছিলাম...তোমার চারপাশে অনেক হইচই...আর তোমার পাশেই আমার জগৎ জুড়ে সুনশান নীরবতা...এক সময় তুমি চোখ মেলে আমার দিকে তাকালে...নিমেষে আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসলো...অনেক চেষ্টা করেও কেন জানি আমি ভালোমতো তোমার দিকে তাকাতে পারছিলাম না...ঘুম ভেঙ্গে গেল আমার...আমি অবাক হয়ে খেয়াল করলাম, আমার দুই চোখের কোন থেকে কান পর্যন্ত ভেজা... জানো? আমার জীবনের এই ২১ বছরে এতো সুন্দর স্বপ্ন আমি খুব কম-ই দেখেছি। ঘুম ভেঙ্গে যাওয়ার পর থেকে বুকের ভিতরটায় কই যেন একটা সুক্ষ্ম কষ্ট কাঁটার মতো বিঁধছে। তাই তোমায় লিখতে বসেছি। যদি কাঁটার আঘাত কিছুটা হলেও কমে। কল্পলোকের আমার সেই Fountain of Love, স্বপ্নীল জগৎ, তার প্রতিটাক্ষণ...তোমার হাত ভরা কালো কাঁচের চুড়ি...কিংবা দূর থেকে তোমার আমার দিকে তাকানোর সেই দৃষ্টি...সবকিছু এতো সুন্দর ছিল যে বলে বোঝানো যাবে না!!! জানি এই চিঠি তোমার কাছে কখনো পৌঁছাবে না।

তবুও একটা অনুরোধ করবো, এই সুন্দরতম মুহুর্তগুলো আমি আবারো পেতে চাই...প্লিজ তুমি প্রতিদিন এভাবে আমার স্বপ্নে এসো, তার জন্যে যদি প্রতিরাতেই ঘুমের ঘোরে কাঁদতে হয়, আমি তাও রাজি আছি...স্বপ্নের কান্না কেউ তো দেখে না!!! ভালো থেকো। বিঃদ্রঃ চিঠিটা স্বপ্নচারিনীর কাছে পৌঁছেছিল, কিন্তু যখন পৌঁছেছিল তখন মনের বিরুদ্ধে তার কিছুই করা সম্ভব ছিলনা। বড্ড অসময়ে যে এসেছিল চিঠিটা। কৃতজ্ঞতা ও উৎসর্গ: আমার অসম্ভব ভালো এক বন্ধুকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।