আমাদের কথা খুঁজে নিন

   

চল ঝাঁপিয়ে পড়ি। ****

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** এসো আমাদের অন্তর্নিহিত জাদু দিয়ে এ নির্লজ্জ সমাজের অসভ্য ভিলেনদের দূর করি,তাদের কর্মকে ধুলিৎসাত করি এ যুদ্ধ ঘুষখোঁড়, চোর বাটপাড় অসৎ রক্ষক ও তার বাহিনীর বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার সংগ্রাম এ যুদ্ধ আমাদের বঞ্চনার সমাধিকে লাঘব করার জন্য এ যুদ্ধ মাথা উঁচু করে সম্মানের সাথে জীবিকার যুদ্ধ এ যুদ্ধ প্রযুক্তিতে সর্বাধিকারীর গৌরবান্বিত হওয়ার জন্য পৃথিবীর সমস্ত বাঘা বাঘা প্রযুক্তিবিদকে হারানোর জন্য এ যুদ্ধ ডাক্তারদের অসৎ কামাই কে রুখে রোগীর সেবার জন্য মহৎ করার সমস্ত তোড়জোড়ের মাধ্যমে মহান পেশায় ফিরিয়ে আনার জন্য এ যুদ্ধ শিক্ষিকদের ছাত্রীদের যৌন হয়রানি বন্ধের জন্য ও প্রাইভেট , নোট ও টু পাইশ ব্যাঙের ছাতার মত কোচিং সেন্টার ও বোর্ডের সাথে আঁতাত করা নম্বর দিয়ে গাধাগুলিকে মানুষ বলে সাপ্লাই বন্ধের উদ্যোগ, পোশাক নয় কর্মির মেধা যাচাইয়ের মাধ্যমে তাদের প্রাপ্য জায়গাটি দেয়ার জন্য নিখুঁত কাজের গুনিকে সমাজে উৎসাহ দিয়ে জাগরণ তোলার উদ্যোগ তাকে দেখে যেন আরও উজ্জ্বল নক্ষত্র তৈরি হয় সেই প্রচেষ্টা করা এ যুদ্ধ দুর্নীতি আর প্রতিশ্রুতিহীন মন্ত্রীদের বিরুদ্ধে যারা গদি জাঁকরে বসে থাকে তাদেরকে লাথি দিয়ে নামানোর স্লোগান এ যুদ্ধ সমাজে গরিবদের এক দুই দিনের কাপড় ও খাওয়া দিয়ে দরদ দেখায় তাদেরকে বলছি, করুনা নয় তাদেরকে শিক্ষা ও শ্রমকে কাজে লাগিয়ে বড় জায়গায় প্রতিষ্ঠা করুন অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে, আরও কিছু সঠিক উদ্যোগ নিন এ যুদ্ধ মানবিকতার যুদ্ধ, তোমার আমার মধ্যে সম্প্রীতির, ডিজিটাল নয় এক্কেবারে নির্মল সত্যিকারের স্পর্শের ছোঁয়া এ যুদ্ধ অপসংস্কৃতি ও ধসে যাওয়া সমাজকে বদলে দেবার চেষ্টা তোমার আমার k কে.এফ.সিkfc তে নয় বটমূলে সত্যিকারের স্পর্শে রঞ্জিত হওয়া এ যুদ্ধ থেমে থাকার নয়, এ যুদ্ধ আমাদের আত্মার শুদ্ধিতার যুদ্ধ। চল ঝাঁপিয়ে পড়ি। ****

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।