আমাদের কথা খুঁজে নিন

   

দিন দিন মানুষ অসামাজিক জীব হয়ে যাচ্ছে...

শহুরে নাগরিক সমাজ সম্পর্কে একটি কথা বহু পুরনো, সেটা হলো তারা নিজেদেরকে নিয়ে এত বেশি ব্যস্ত যে, অন্যদের এমনকি পাশের ঘরে থাকা মানুষটির নামও তারা অনেক সময় জানে না;সে মরলো কি বাঁচলো তার খোঁজ কে রাখে...? গতকাল পল্টন মোড়ে একজন বৃদ্ধ রিক্সা চালককে তার পাকা-দাঁড়ি ধরে টানা-হেচড়া করছিল একটি যুবক।উপস্থিত লোকজন থেকে জানলাম...বৃদ্ধের রিক্সার চাকা ঐ যুবকের প্রাইভেট কারের সাথে একটু ঘষা খেয়েছে..। কৌতুহলী লোকজন মনে হল যেন দাঁড়িয়ে-দাঁড়িয়ে সাপের খেলা দেখছে...! কেউ ক্রুদ্ধ যুবকটির হাত থেকে বৃদ্ধ লোকটিকে বাঁচানোর চেষ্টা করছে না। সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে...। আমরা নিজেদেরকে সভ্য দাবি করি; অথচ আমাদের বোধ-বিবেক সব যেন লোপ পেয়েছে...।দিন দিন আমরা হিংস্র পশুর মত হয়ে যাচ্ছি। কবে আমরা আবার মানুষ হব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।