অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে ঘুম ভাঙ্গল লেটে/মাথার ভেতর অফিস/বাসার ভেতর তাড়াহুড়া/ফ্রেশ টেশ হয়ে ফোনে চোখ পড়তেই মিস(ড) কল/সাধারণত আমি স্নানঘরে গেলে অবশ্যই ফোন আসে/ইদানিং ব্যাপারটা মেনেই নিয়েছি/ছোট ভাই কল করেছিল অবাক লাগল এত সকালে/কয়েকদিন হল জ্বর/আজ থেকে আবার হামের মত বেরোচ্ছে/রাতের বাসে খুলনা ওমুখো হলাম অনেক দিন বাদে/টেকনিকেল পেরিয়ে যাচ্ছি/সময়ের ব্যাবধানে মায়া জড়িয়ে ধরে/প্রায়শই ঢাকার বাইরে কোথাও সেটেল করার কথা ভাবি/ভাবার চেষ্টা করছি ঢাকা ছেড়ে যাচ্ছি/হটাৎ করেই মনে হল ঢাকা আমার অনেক দিনের চেনা/অনেক আপন রাতের ভ্রমণ অনেকদিন পর/ক্যাম্পাসের সামনে দিয়ে অনেকদিন পর/ডেইরি গেট থেকে শুরু করে অডিটোরিয়াম পর্যন্ত আইল্যাণ্ডের একটা গাছ ও নেই/শুনেছিলাম নতুন কলার সামনের ইউনিলিভারের পানির টাংকিটা রাস্তা থেকে যেন দেধা যায় তাই এই ব্যবস্থা/চেনা গন্ধ/চেনা ঠাণ্ডা হাওয়ার পরশ/তুই যে আমার মা রে ওগো তুই যে আমার মা/পৃথিবী ছেড়ে যাওয়ার সময় নিশ্চয়ই অনেক মায়া ঘিরে ধরে কুয়েট লালন শাহ হল রুম৩১১/ইন্টারনেটে জানা গেল ৮-৪৫ এ একটা ট্রেন আছে/তাড়াহুড়ো করে রেডি টেডি হয়ে ছুট/ওদের কম্পাউণ্ড থেকে বেরোতে গিয়ে এক কৌতুক/বাউণ্ডারি ওয়ালের ভেতর দিকে এক জায়গায় ইট ফিট জোড়া তালি দিয়ে ওঠার একটা বন্দোবস্ত করা আছে/ওপাশে নামতে গিয়ে দেখি আরেক কাণ্ড/কোন একটা গাছের গুঁড়ি কেটে কেটে সিঁড়ির মত করা হয়েছে/ওটা দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা আছে/রাস্তার লোকজন দুই যুবককে কুয়েট থেকে যে প্রক্রিয়ায় বেরোতে দেখলেন সেটা কৌতুকাবহ হলেও যাত্রাটাকে ত্বরান্বিত করল পলাশের রুমমেট এবং অন্যান্য বন্ধুদেরকে যে ভূমিকায় দেখলাম সত্যিই অবাক লাগল/এই অস্থির সময়ের অসভ্য দংশন থেকে ওরা এখনো কিভাবে এতটা বেঁচে আছে/শুভ শুভ একটা ভ্যান পাওয়া গেল/জনা চারেক সওয়ারী/বেশ খানিকটা রাস্তা পেরিয়ে হাইওয়েতে/ওমা, ৩ টাকা জনপ্রতি/খুবই অবাক এবং কষ্ট লাগল/লবরদস্ত এক টেম্পোতে চড়ে বসলাম/সাইকেলের গতিতে সেটা আমাদের পৌঁছে দিল মীনা বাজারের সামনে/শুক্রবারের খুলনা/বাংলাদেশের সব জায়গাতেই মনে হয় শুক্রবারের চেহারা একই রকম টিকেট নেই টিকেট নেই/আছে/বসেন/ব্যাবস্থা হচ্ছে/চিত্রা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে প্ল্যাটফরম ছাড়ল ৯-৩০ এ/এখানকার লাইন দেখলাম বেশ প্রশস্ত/ঢাকার লাইন অত না/একটা বিষয় আমার মাথায় ঢুকছিল না ট্রেনটা মিটারগেজ-ব্রডগেজ ধাঁধাঁ বিরতিহীনভাবে কি উপায়ে সমাধান করবে একটা খাবার গাড়ির পাশের কামরায় জায়গা হল/প্রথম আলো হাতে নিলাম একটা/ওমা পানি খাওয়ার জন্য বোতল উপুড় করে হা করতেই পত্রিকা নেই/চেয়ে দেখি ওদিকের সীটে এক পরিবার মূর্তিমান/আমার কেনা পত্রিকার পাতাগুলো ইতোমধ্যেই পরিবারের সদস্যদের মধ্যে বাটোয়ারা হয়ে গেছে/ঘণ্টা তিনেক পর পত্রিকা টা যখন ফেরত পেলাম ততক্ষণে আমার পাশের জনও ওটা নেওয়ার প্রস্তুতি শেষ করেছেন/উনার হাত থেকে ওটা ছাড়া পাওয়ার পর খবর নামক বিষয়টার উপর এক অলস উদাসীনতা চলে এল/আনমনে সামনের ডেস্কএ রেখে দিলাম ট্রেনটা গাজীপুর হয়ে ধীরে ধীরে ঢাকা প্রবেশ করতে লাগল/আমরা নামব কমলাপুর/আশেপাশের যাত্রীরা একে একে নেমে যাচ্ছেন এক এক স্টেশনে/পাশের মূর্তিমান বিমানবন্দর স্টেশনে নামার সময় পত্রিকাটা এমনভাবে নিয়ে গেলেন যে আমার এক মুহূর্তে ভ্রম হল ওটা আমি কিনেছিলাম তো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।