আমাদের কথা খুঁজে নিন

   

I Have A Dream......!!

আমি ফ্রা ঙ্কে স্টা ই ন......... আমি কাজ করেছি আমাদের বর্তমান ও অতিতের দাগ কেটে রেখে যাওয়া বিপ্লবীদের নিয়ে। আমার গবেষনা কোন দেশ বা কালের গন্ডি মানে না। আমার চোখে এখনো ল্যনসন একজন ছাব্বিশ বছরের তরুণ বিপ্লবী। আমার দেখায় আমার লেখায় এখনো চে জীবিত, জীবিত আছেন মার্শাল টিটো , স্ট্যলিন , কামাল পাশা , প্যট্রিক , মুজিব , জিয়া , কমরেড আরিফ , কমরেড ফরহাদ সহ হারিয়ে যাওয়া সব টগববে তরুণ বিপ্লবীরা। আমার ধারণ আনেকে আমার বিপ্লব ধারণাটা নিয়ে কনফিউশনে ভোগেন।

আমার দর্শন কোন নিয়ম মানে না। আমি কোন সুত্রে ফেলে মানুষের জীবনাচারনকে গনি না। আমার দর্শনে বিপ্লবের একটা আলাদা মানে আছে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই ই আমার বিপ্লব। আমি এখন বিপ্লব কে আর কোন নিয়মে বাধঁতে চাই না।

কারণ দ্বান্দিক বস্তুবাদ বোঝার মতো জ্ঞান অনেক মানুষ এমন কি দ্বান্দিক বস্তবাদের সরাসরি ছাত্রদের ও নেই। আবার অনেকে এই ব্যপারটা অনেক বেশি বুঝেন তাই মানুষকে ভুল বুঝান। আমার সবচেয়ে কষ্ট হয় যখন মানুষ তার নীতি হতে শুধু মাত্র ক্ষমতার জন্য সরে আসে , ঘৃণা হয় সে সব মানুষদের দেখলে যারা আজ তাদের সাবেক সহকর্মীদের গাল দেয় যাদের তারা মাঝ রাস্তায় ফেলে দিয়ে এগিয়ে গেছে সাফল্যের সিড়ির দিকে। ঘৃণা হয় সে সকল নেতৃবৃন্দের প্রতি যারা এক কালে উগ্রপন্থায় অনেক কে পাঠিয়ে আজ নিজেরা গান্ধীজির বান্দর সেজেছেন। বানী দিচ্ছেন শান্তির।

আমি ঘৃণা করি সে সকল মিথ্যুকদের যারা বলে তারা অহিংসায় বিশ্বাসী কিন্তু তাদের মুখ হতে যা নিঃসৃত হয় তা বিশ ছাড়া আর কিছুই নয়। আমি তাদের গোখরো সাঁপ ছাড়া আর কিছুই ভাবি না। আজ আমার শিক্ষার কোন মুল্য নেই কারণ আমার কোন মামা চাচা দেশের বড় কেউ নয়। আমার বাবার গার্মেন্টস ফ্যকটরি নেই। এর জন্য চাকরি পাব না আমি? অথচ মন্ত্রীরে মেয়ের কাজের লোকের ভাইয়ের মেয়ের জামায়ের ভাই চাকরি পাচ্ছে মন্ত্রীর পরিচয়ে।

আমরা কিসের বিপ্লব করেছিলাম ৫২ , ৬৯ , ৭০ , ৭১ , ৭৫ , ৯০ এর সময় নাকি ওই সব গুলই মেকি। সব ছিলো লোক দেখানো ছেলে ভুলানো বায়োস্কোপ। ২০১১ সালে দাঁড়িয়ে আছি আমরা। হয়তো ডিজিটাল বাংলাদেশে নামের কোন আজব চিজের দিউকে এগুচ্ছি আমরা। কিন্তু এই আজিব চিজ কি তাই তো বুঝতে পারলাম না।

অন্তত মোস্তফা জব্বার উরফে কাগু রে দিয়া আর যাই হোক তথ্য প্রযুক্তির বিপ্লব হবে না। কারণ তেলবাজ আর বাটপার দিয়া ধান চাষ আর রাজনীতি হইতে পারে কিন্তু এই ধরণের বিপ্লব অসম্ভব। যাই হোক আমি বিপ্লবের পথে হাটি বিপ্লবের পথে চলি। আমি নিজে হয়তো সে ভাবে কোনদিন বিপ্লবী হতে পারবো না। কারণ তথাকথিত নাস্তিকদের ইশ্বর আমাকে সেই বিশেষ যোগ্যতা টা দেন নি।

তবে বিপ্লবীদের ছায়ায় বড় হয়েছি। অই ছায়ার মাঝে নিজেকে খুজে পাই। তবে এটা সত্যি আমাদের মাঝে অনেকেই আছেন যারা কথা বলার সময় দুনিয়া এক করে ফেলেন কিন্তু কাজের সময় তাদের দেখা যায় না। আমিও হয়তো সেই দলের ই মানুষ। আমাকে কাজের সময় দেখা যায় না।

কারণ আমি না কি ভাবুক নামের পাগলা ভবগুরে জাতের সদস্য। আমি বৃষ্টিতে হাটি আর ভাবি কি ভাবে সব বদলানো যায়। সব বদলে দেয়া যায়। আমার দুনিয়াটা খুব ছোট তার পরেও আমি বড় করে ভাবতে চাই। আর মার্টিন লুথারের মতো বলতে চাই।

I HAVE A DREAM. আমার ও একটা স্বপ্ন আছে। আমার দেশের সব মানুষের পেটে ভাত। পরনে একটুকরো কাপড়। মুখে একটা নিষ্পাপ হাসি। আর চোখে বেচেঁ থাকার জন্য আসীম উল্লাস আর বেঁচে থাকার আনন্দ।

আমি কোন ট্রিট্মেন্ট দিয়ে এটা করতে চাই না। আমি চাই এটা স্বাভাবিক ভাবেই হোক। আমার সে দেশে ইশ্বর থাকবে কি না অথবা ইশ্বরের প্রবেশাধিকার থাকবে কি না সেটা ইশ্বর যাদের জন্য ; সেই মানুষ ই না হয় ঠিক করুক। আমি না হয় স্বপ্ন দেখে স্বপ্নিল পৃথিবী তে বেঁচে থাকি আমার মতো করে। মানুষের ইশ্বরের বন্দনা করে।

বিপ্লব ধীর্ঘজীবি হোক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।