মানুষের জীবনে রোগ-শোক-জরা-ব্যাধি-মৃত্যু-হারানো থাকবেই... কিন্তু সবকিছু থেকে বড় হলো 'বেচেঁ থাকা' ... এই বেচেঁ থাকা দিয়ে সব কিছু জয় করতে হবে । খবর পেলাম মন্ত্রীরা সব ভালোবাসার কবিতা লিখছেন হিমালয় থেকে এক দলা লাভা ছুটে আসছে সমতলের দিকে চেনা সেই অন্ধ ভিক্ষুকটি দাঁড়িইয়েছে মগবাজারের মোড়ে হাত নেড়ে নেড়ে বড় কয়েকটা লরি থামিয়েছে ও বিশ্বব্যাংক কথা দিয়েছে এবার ছাপবে তারা আমার কবিতার বই হুজুগের যুগে নাকি সব হয় সেই ভরসাতেই গিয়েছিলাম বান্ধবীর বাবার সামনে জানতে চাইলেন বলার মতো কী আছে আমার নির্ভয়ে বললাম স্ট্যাটাস আছে স্যার, আমি ফেইসবুক ইউজার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।