kamrul hasan জাতী হিসাবে আমাদের পরিচয় কি এই নিয়ে বিতর্ক অনেক দিনের। সমাধান কবে মিলবে জানা নেই কারো । কিন্তু একটা পরিচয় কিন্তু মিডিয়ার কল্যানে আমরা সারা বিশ্বে পেয়েযাচ্ছি। সেটা হল আমরা মানুষ নই আমরা বাঘ- টাইগার । মুক্তিযুদ্ধের পরিচয় ছারা বিশ্বে নতুন কোন ভাল উদাহরন আমরা তুলে ধরতে পারিনি । এটা জাতীয় ব্যর্থতা । এর মাঝে আমাদের জাতীয় CRICKET দল কিছুটা হলেও জাতিকে পরিচিত করেছে বিশ্বের দরবারে । আর এই জাতীয় CRICKET দলটিকে আমাদের মিডিয়া বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিচ্ছে TIGER বলে ! কিন্তু কেন ? আমরা কি জাতে টাইগার ? কিভাবে কি কারনে আমরা টাইগার ? জাতী হিসাবে কি এই পরিচয় সমমানের ? এতে কি জাতি হিসাবে আমরা বিশ্বের দরবারে বড় হচ্ছি ? নাকি মানুষ হয়েও অভুলা জীবজন্তুর পরিচয়ে পরিচিত হচ্ছি ? বাংগালী আর বাংলাদেশী এর মার পেচে আমরা জীবজন্তুর নামের মাঝে পরিচয় খোঝে ফিরছি নাতো ? মিডিয়া গুলোকি ভেবে দেখবেন TIGER হিসাবে পরিচিত করে দিয়ে জাতীকে বড় করা হচ্ছে নাকি ছোট করা হচ্ছে ? জাতী হিসাবে কি এই পরিচয় সম্মানের ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।