আমাদের কথা খুঁজে নিন

   

How to speed your torrents

I've my own site about me, so I didn't like to tell more here... visit: http://abbasuddin.tk/ টরেন্ট ডাউনলোডিং একটি মারাত্মক ঝামেলার কাজ আর প্রয়োজন/অপ্রয়োজনে আমাদের প্রচুর ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হয়। বিশেষ করে আমাদের দেশের অধিকাংশ ইউজার ফ্রি সফট্ওয়্যার ব্যবহার করতে পছন্দ করেন আর পেইড সফট্ওয়্যার গুলো ক্র্যাক করতে হয়। এই ক্র্যাক ভার্সন খুঁজে পাওয়া কোন সহজ কাজ নয় তাই অধিকাংশ সময় নির্ভর করতে হয় স্বল্প স্পিডের টরেন্ট ফাইলের উপর। ইন্টারনেটে সার্চ করলে টরেন্ট সম্বন্ধে ইংরেজি অনেক টপিক পাওয়া যাবে আর কাজের চেয়ে বেশি রঞ্জিত করা এইসব টপিক পড়ে অযথা সময় নষ্ট করে লাভ কি। চলুন জানিয়ে দেই এক বিশেষ পদ্ধতি কিভাবে একটি কোয়ালিটি সম্পন্ন ফাইল টরেন্টের মাধ্যমে বস্ প্রোগ্রাম IDM বা পছন্দনীয় ডাউনলোডার দিয়ে নামিয়ে নিবেন আপনার পিসিতে।

উদাহরণ দিয়ে লিখলে উপকার বেশি হয় তাই একটি উদাহরণ দিই: ধরুন Gullivers Travels নামের বিখ্যাত ছবিটি প্রকাশ হয়েছে আপনি চাচ্ছেন এটি ডাউনলোড করতে। গুগল সার্চ করুন ছবিটির নাম দিয়ে সাথে কোটেশন দিয়ে টরেন্ট কথাটি লিখে দিন এভাবে Gullivers Travels "torrent" আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্খিত লিংকটি যেমন-http://thepiratebay.org/torrent/6221575 এবার লিংকটি ভিজিট করে Download this torrent লেখাটি খুঁজে বের করুন এবং লেখাটিতে ক্লিক না করে মাউসের ডান-বাটন চেপে copy link location অথবা IE -তে copy shortcut ক্লিক করুন। লিংকটি কপি হয়ে যাবে যেমন-http://torrents.thepiratebay.org/6221575/Gullivers_Travels_DVDRip_XviD-DEFACED.6221575.TPB.torrent এখন এই লিংকটি আপনার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে। চলে আসুন নতুন একটি পেজে যার নাম: http://www.torrific.com/ এখানে আপনাকে একাউন্ট রেজিষ্টার করতে হবে তবে এটা খুবই সহজ কাজ শুধু একটা ইমেইল থাকলেই আপনি রেজিষ্টার করতে পারবেন বাড়তি কোন ইনফরমেশন লাগবে না। ডানে উপরে সাইন-আপ লিংক দেয়া আছে http://www.torrific.com/signup/ এখানে রেজিষ্টার করুন।

পুনরায় হোমপেজে ফিরে আসুন http://www.torrific.com/ এখানে একটি টেক্সট ব্ক্স পাবেন সেখানে আপনার সোর্স লিংকটি পেষ্ট করে দিন Click This Link পরবর্তী পদক্ষেপে পেজের ডান অংশে "initiate bittorrent transmission" নামে আপনাকে একটি বাটন দেয়া হবে এটিতে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল আপনার টরেন্ট প্রোগ্রেস। বাম পাশে একটি টিক দেয়া আছে আপনার মেইলে সংবাদ জানানোর জন্য। যখন এটি ডাউনলোডের জন্য পুরো প্রস্তুত হয়ে যাবে তখন আপনার মেইলে মেসেজ দেবে সুতরাং এই পেজে আপনাকে অপেক্ষা করতে হবে না। পুনরায় ফিরে গিয়ে টরেন্টের অন্তর্গত সব ফাইল আপনি পেয়ে যাবেন এবং ইচ্ছে মত যে কোন ডাউনলোড প্রোগ্রাম ব্যবহার করে ফাইলগুলি ডাউনলোড করে নিতে পারবেন।

অযথা ধীর গতির utorrent ব্যবহারের প্রয়োজন নেই। এই যুগান্তকরী সাইটটির সবচেয়ে ভাল লাগা দিকটি হল কোন প্রমোশন বা এ্যাডভার্টাইসমেন্ট নেই। আমি এই সাইটে নতুন আমার লেখা ভাল হলে উৎসাহ দিবেন আরো ক্লিয়ার করে নতুন কিছু লিখব। ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।